Logo
Logo
×

আন্তর্জাতিক

বিধি ভেঙে আদানিকে জমি উপহার, সমালোচনার মুখে মোদি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৭ পিএম

বিধি ভেঙে আদানিকে জমি উপহার, সমালোচনার মুখে মোদি

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ ‘বন্ধু’ বলে পরিচিত দেশটির ধনকুবের গৌতম আদানিকে নানা ধরনের রাষ্ট্র সুবিধা দেওয়ার অভিযোগ নতুন নয়। বিভিন্ন সময় দেশ ও দেশের বাহিরে এসব অভিযোগ নিয়ে মোদির বিরুদ্ধে সরব হতে দেখা গেছে কংগ্রেসসহ দেশটির অন্যান্য দলকে।

সম্প্রতি পাকিস্তান সীমান্তের কাছে আদানি গ্রুপের সৌর ও বায়ু বিদ্যুৎ তৈরির প্রকল্পের কাজ শুরু হয়েছে। তবে অভিযোগ, সীমান্তের কাছে সংবেদনশীল এলাকা হওয়া সত্ত্বেও এই প্রকল্পের জন্য নিরাপত্তা বিধি শিথিল করা হয়েছে। গণমাধ্যমে এমন একটি সংবাদ প্রকাশ্যে আসতেই সরব হয়েছে কংগ্রেস।

ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গুজরাটের কাছে পাকিস্তান সীমান্ত থেকে এক থেকে দুই কিলোমিটারের মধ্যে এলাকাটি। বায়ু বিদ্যুৎকল এবং সৌর বিদ্যুৎ উৎপাদনের প্যানেল বসানোর জন্য ৪৪৫ বর্গকিলোমিটার জমি পেয়েছে আদানি গ্রুপ। অথচ সৌর ও বায়ু বিদ্যুৎ তৈরির জন্য রাষ্ট্রায়ত্ত সংস্থা সোলার এনার্জি কর্পোরেশনকে জমি বরাদ্দ করেছিল গুজরাট সরকার। এর জন্য সংবেদনশীল এলাকায় বেশ কিছু নিয়মেরও পরিবর্তন করা হয়। 

এখন অভিযোগ উঠছে, কেন্দ্রীয় সরকারের নির্দেশেই গুজরাট সরকারকে জমি ফেরত দেয় সোলার এনার্জি কর্পোরেশন। এরপর সেই জমি আদানিকে তুলে দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি নিয়ে একযোগে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর চরম ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেছেন, দেশের সমস্ত সম্পদ প্রধানমন্ত্রীর বন্ধুর হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া এত চরমে পৌঁছেছে যে সীমান্তের নিরাপত্তা বিধিও বদলে দেওয়া হচ্ছে!

কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেও সীমান্তের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন। এখনও পর্যন্ত বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম