Logo
Logo
×

আন্তর্জাতিক

এআই ব্যবহারে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৬ পিএম

এআই ব্যবহারে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান

আলী রেজা তাংসিরি। ছবি: সংগৃহীত

১০০০ কিলোমিটারের বেশি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে ইরান। লক্ষ্যবস্তুতে হামলার ক্ষমতা বৃদ্ধির জন্য এতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার করা হবে। 

ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি এ ঘোষণা দেন।  খবর মেহের নিউজ এজেন্সির। 

আলী রেজা তাংসিরি জানিয়েছেন, ইরান ১,০০০ কিলোমিটারের বেশি পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে তৈরি করেছে। এর নির্ভুল লক্ষ্যবস্তু ও সক্ষমতা উন্নত করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার  করা হয়েছে।

‘অপারেশন ভালফজর-৮'- এর বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তাংসিরি ইরানের নৌবাহিনীর পূর্ণ সামরিক প্রস্তুতির উপর জোর দেন এবং দেশের আঞ্চলিক জলসীমার ওপর যেকোনও হুমকির বিরুদ্ধে প্রতিপক্ষকে সতর্ক করেন।

তিনি বলেন, আমাদের জলসীমার বিদেশি কোনও শক্তি যেন না প্রবেশ করতে পারে তা নিশ্চিত করার জন্য ইরানের নৌবাহিনী এবং আইআরজিসি বাহিনী একসঙ্গে দাঁড়িয়ে আছে। 

ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র, ড্রোন, জাহাজ এবং সাবমেরিনের কথা উল্লেখ করে তাংসিরি বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সামরিক অগ্রগতি অব্যাহত রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম