Logo
Logo
×

আন্তর্জাতিক

চীনের কাছ থেকে আরও বেশি সহযোগিতা চান থাই প্রধানমন্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২০ পিএম

চীনের কাছ থেকে আরও বেশি সহযোগিতা চান থাই প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্যাতংটার্ন সিনাওয়াত্রা চীনের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে সাইবার স্ক্যাম সেন্টার সংক্রান্ত সমস্যার মোকাবিলা করতে চান, যা উভয় দেশকেই সমস্যায় ফেলেছে। 

গত বুধবার চীন ও থাইল্যান্ডের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে বেইজিং সফরে যান পেতংতার্ন। এই সফরের শেষ দিনে (শনিবার) তিনি দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কের উন্নয়নে চীনের সঙ্গে এক ডজনেরও বেশি চুক্তিতে সাক্ষর করেছেন।

কয়েকজন বিশ্লেষক বলছেন, থাই প্রধানমন্ত্রীর এই চার দিনের সফরে প্রমাণ হয়েছে, থাইল্যান্ড চীনের সঙ্গে বেশ ভালো সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়েছে।

গত আগস্টে ক্ষমতা গ্রহণের পর প্যাতংটার্ন এবারই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চীন সফর করলেন। সফরের আগে প্যাতংটার্ন জানান, তিনি আশা করছেন এই সফরে থাই-মিয়ানমার-চীনা সীমান্তের কাছাকাছি এলাকাগুলোতে সাইবার প্রতারণা চক্রগুলো চিহ্নিত করে বন্ধ করে দেওয়ার প্রতি থাইল্যান্ডের অঙ্গীকারের বিষয়টি উপস্থাপন করতে পারবেন।

পাশাপাশি থাই নেতা চীনা পর্যটকদের থাইল্যান্ড সফরের আস্থা জোগাড় করার ক্ষেত্রে বেইজিংয়ের সহায়তা কামনা করেন। চীনের টিভি তারকা ওয়াং জিংকে থাইল্যান্ড থেকে অপহরণ করে প্রতিবেশী দেশ মিয়ানমারের একটি প্রতারণা কেন্দ্রে নিয়ে যাওয়ার ঘটনায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে সফরের ঝুঁকির বিষয়ে চীনের পর্যটকদের মনে বড় আকারে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

বুধবার বেইজিংয়ে প্যাতংটার্নের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অনলাইন জুয়া ও টেলিকম প্রতারণা ঠেকাতে থাইল্যান্ডের উদ্যোগ ও উপযোগী পদক্ষেপের প্রশংসা করে বলেন, উভয় দেশেরই উচিত আইন প্রয়োগ, নিরাপত্তা ও বিচার বিভাগীয় সহযোগিতাকে আরও শক্তিশালী করা, যাতে দেশের মানুষের জীবন ও সম্পদ আরও সুরক্ষিত থাকে।

সাইবার প্রতারণা বন্ধে নিশ্চিত ও কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি থাই প্রধানমন্ত্রী আরও জানান, তিনি তার দেশে অবস্থানরত চীনের নাগরিকদের নিরাপত্তাকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করেন।

সাইবার প্রতারণার বিরুদ্ধে যৌথ উদ্যোগকে আরও শক্তিশালী করার পাশাপাশি, থাইল্যান্ড ও চীন অবকাঠামো, ডিজিটাল অর্থনীতি ও ইলেকট্রনিক পরিবহন খাতের মতো জায়গাগুলোতে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায়।

চীনের প্রেসিডেন্ট শি জানান, তিনি আশা করছেন উভয় দেশ চীন, লাওস ও থাইল্যান্ডের সমন্বিত উন্নয়ন পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি নিয়ে শিগগির এগিয়ে যাবে, যাতে সার্বিকভাবে বিষয়টি আরও ফলপ্রসূ হয়।

প্যাতংটার্নের সঙ্গে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের বৈঠকের সময় থাইল্যান্ড-চীন কৃত্রিম বুদ্ধিমত্তা, সবুজ উন্নয়ন ও মৎস্যজাতীয় পণ্য রপ্তানিতে পারস্পরিক সহযোগিতার ১৪টি চুক্তিতে সই করেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম