Logo
Logo
×

আন্তর্জাতিক

আট মাসের অন্তঃসত্ত্বাকে গুলি করে মারল ইসরাইলি সেনা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৭ পিএম

আট মাসের অন্তঃসত্ত্বাকে গুলি করে মারল ইসরাইলি সেনা

অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে আট মাসের অন্তঃসত্ত্বা এক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সামরিক বাহিনী। খবর আল-জাজিরার।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানিয়েছে, সেনারা নুর শামস শরণার্থী শিবিরে থাকা একটি ফিলিস্তিনি পরিবারের ওপর গুলি চালালে সোন্দোস জামাল মুহাম্মদ শালাবি নিহত ও তার স্বামী গুরুতর আহত হন।

মন্ত্রণালয় জানিয়েছে, মেডিকেল টিম ২৩ বছর বয়সি ওই নারীর ভ্রূণকে বাঁচাতে পারেনি। কারণ ইসরাইলি সামরিক বাহিনী আহত দম্পতিকে হাসপাতালে স্থানান্তর করতে বাধা দেয়।

ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী রোববার ভোরে অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম অঞ্চলের ওই শিবিরে অভিযান চালিয়ে ভারী যন্ত্রপাতি ও বুলডোজার মোতায়েন করে কয়েক ডজন বাড়িতে অভিযান চালায়।

স্থানীয় সূত্রগুলো আল-জাজিরাকে জানিয়েছে, তারা প্রচণ্ড গোলাগুলি ও বড় ধরনের বিস্ফোরণের শব্দও শুনেছে।

এর আগে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটিও জানিয়েছিল, হতাহতের খবর পাওয়া সত্ত্বেও ইসরাইলি সেনারা তাদের মেডিকেল টিমকে ক্যাম্পে ঢুকতে বাধা দিয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম