একনজরে আজকের বিশ্ব: ৭ ফেব্রুয়ারি, ২০২৫
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৪ পিএম
![একনজরে আজকের বিশ্ব: ৭ ফেব্রুয়ারি, ২০২৫](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/07/International-(-Ajker-Bisshaw-)-67a63858dd8d6.jpg)
বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ (শুক্রবার) ঘটে যাওয়া ঘটনাগুলো চলুন একনজরে জেনে নেই:
ফিলিস্তিনিদের সৌদি নিয়ে যেতে বললেন নেতানিয়াহু
সৌদি আরবের উচিত তাদের নিজ ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা, কারণ দেশটিতে প্রচুর খালি জায়গা রয়েছে। বৃহস্পতিবার চ্যানেল-১৪ কে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।খবর জেরুজালেম পোস্টের। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পূর্বশর্ত হিসেবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের কথা জানিয়েছে সৌদি আরব। এই শর্ত নিয়ে কোনো দরকষাকষি সম্ভব নয়, বলেও সাফ জানিয়ে দিয়েছে রিয়াদ।
হোয়াইট হাউসে যাচ্ছেন মোদি
আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি সাংবাদিকদের বলেছেন, ১২ থেকে ১৩ ফেব্রুয়ারি ওয়াশিংটন সফরে মোদি হবেন ‘প্রেসিডেন্ট ট্রাম্পের অভিষেকের পর যুক্তরাষ্ট্র সফরে যাওয়া প্রথম কয়েকজন বিশ্ব নেতার অন্যতম’। খবর এএফপির। এর আগে নরেন্দ্র মোদিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আলাস্কায় ১০ আরোহীসহ উড়োজাহাজ নিখোঁজ
যুক্তরাষ্ট্রের আলাস্কার উনালাকলিট থেকে নোমে যাওয়ার পথে নিখোঁজ হয় একটি উড়োজাহাজ। স্থানীয় সময় বৃহস্পতিবার আলাস্কার জননিরাপত্তা বিভাগ এ খবর জানিয়েছে। ছোট টার্বোপ্রপ সেসনা ক্যারাভান উড়োজাহাজটিতে নয়জন যাত্রী এবং একজন পাইলট ছিলেন। মার্কিন সরকারের জাতীয় পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্য ইনস্টিটিউট জানিয়েছে, আলাস্কায় অন্যান্য মার্কিন রাজ্যের তুলনায় বিমান ট্যাক্সি এবং যাত্রীবাহী বিমান দুর্ঘটনার সংখ্যা বেশি। আলাস্কায় পাহাড়ি ভূখণ্ড এবং প্রতিকূল আবহাওয়া রয়েছে। অনেক গ্রাম রাস্তা দিয়ে সংযুক্ত নয়। ওইসব এলাকায় মানুষ এবং পণ্য পরিবহণের জন্য ছোট উড়োজাহাজ ব্যবহৃত হয়। এএফপি।
তাইওয়ানে ৬ চীনা বেলুন শনাক্ত
তাইওয়ানে ছয়টি চীনা বেলুন শনাক্ত করা হয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার মধ্যে ছয়টি বেলুন দেখা গেছে। একদিনে এ রেকর্ড সর্বোচ্চ। বেলুনগুলোর সঙ্গে একই সময়ে তাইওয়ানের কাছে নয়টি চীনা সামরিক বিমান, ছয়টি যুদ্ধজাহাজ এবং দুটি সরকারি জাহাজ শনাক্ত করা হয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত একটি চিত্র অনুসারে, বেলুনগুলো ভূমি থেকে ১৬-২০ হাজার ফুট উচ্চতায় দেখা গেছে এবং এর মধ্যে একটি সরাসরি দ্বীপের উপর দিয়ে উড়ে গেছে।
ভারতের মহাকুম্ভে আবারও আগুন
ভারতের মহাকুম্ভে আবারও ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনা। দেশটির উত্তর প্রদেশের প্রয়াগরাজের শুক্রবার সকালে আগুন লেগেছে। মহাকুম্ভের সেক্টর ১৮ তে আগুন নেভাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মহাকুম্ভে এই নিয়ে আগুন লাগল তিনবার। দুবার ঘটেছে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা। স্থানীয় পুলিশ চৌকির পরিদর্শক যোগেশ চতুর্বেদী সংবাদমাধ্যমকে বলেন, খবর পাওয়ামাত্রই ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে চলে যায়। আগুন লাগে তুলসী চকের কাছে শঙ্করাচার্য মার্গের হরিহরনন্দ আখড়ায়। আগুনের শিখা ও কালো ধোঁয়া দেখে পুন্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আশপাশের আখড়া থেকে বেরিয়ে আসেন সবাই। তবে আগুন কীভাবে লাগল, এ বিষয়ে পুলিশ বা মেলা কর্তৃপক্ষ এখনই কিছু জানাতে পারেনি। এনডিটিভি।
লিবিয়ায় ২৯ অভিবাসীর লাশ উদ্ধার
লিবিয়া থেকে আবারও উদ্ধার হলো ২৯ জন অভিবাসীর লাশ। দেশটির দক্ষিণ-পূর্ব ও পশ্চিমে মরদেহগুলোর সন্ধান পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার লিবিয়ার নিরাপত্তাবিষয়ক একটি অধিদপ্তর ও রেড ক্রিসেন্ট বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, দেশটির দ্বিতীয় বৃহৎ শহর বেনগাজি থেকে প্রায় ৪৪১ কিলোমিটার দূরে জিখারা অঞ্চলের একটি খামারে গণকবরে ১৯ জনের লাশ পাওয়া গেছে। চোরাচালানের ঘটনাকে কেন্দ্র করে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে জাওইয়া শহরের দিলা বন্দর থেকে আরও ১০টি মরদেহ উদ্ধার করেছেন স্বেচ্ছাসেবীরা। অভিবাসীদের একটি নৌকা ডুবে যাওয়ার পর ওই দিন সকালে লাশগুলো উদ্ধার করা হয়। রয়টার্স।
সিডনির বাগানে ১০২ বিষাক্ত সাপ
অস্ট্রেলিয়ার সিডনির এক বাড়ির আঙিনায় মাটির স্তূপের নিচে ১০২টি বিষাক্ত সাপের সন্ধান পাওয়া গেছে। স্থানীয় সরীসৃপ উদ্ধারকারী দল এই বিপুলসংখ্যক সাপ উদ্ধার করে চমকে গেছে। সাপের উপস্থিতি টের পাওয়া যায়, যখন একটি কুকুর সাপের কামড়ে আক্রান্ত হয়। ঘটনাটি ঘটেছে রাজধানী বক্সিং ডে-তে। যখন সাপ উদ্ধারকারী প্রতিষ্ঠানকে জানানো হয় যে বাড়ির আঙিনায় বেশ কয়েকটি সাপ ঘুরে বেড়াচ্ছে। প্রাথমিকভাবে ‘একটি বা দুটি’ সাপ থাকার কথা বলা হলেও, উদ্ধারকারী দল সেখানে গিয়ে বিশালসংখ্যক সাপের সন্ধান পায়। বিষধর এই সাপ কামড়ালে ডায়রিয়া, বমিসহ নানা ধরনের শারীরিক জটিলতা তৈরি হতে পারে। শুক্রবার এএফপির প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।