Logo
Logo
×

আন্তর্জাতিক

কবে হোয়াইট হাউসে যাচ্ছেন মোদি?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০০ পিএম

কবে হোয়াইট হাউসে যাচ্ছেন মোদি?

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি সাংবাদিকদের বলেছেন, ১২ থেকে ১৩ ফেব্রুয়ারি ওয়াশিংটন সফরে মোদি হবেন ‘প্রেসিডেন্ট ট্রাম্পের অভিষেকের পর যুক্তরাষ্ট্র সফরে যাওয়া প্রথম কয়েকজন বিশ্ব নেতার অন্যতম’। খবর এএফপির। 

এর আগে নরেন্দ্র মোদিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছিল।

দ্বিতীয় দফায় মার্কিন মসনদে বসে গত ২৭ জানুয়ারি মোদির সঙ্গে প্রথম কথা বলেন ট্রাম্প। তখন তাদের মধ্যে অভিবাসন নিয়ে আলোচনা হয়। একইসঙ্গে ভারতের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি আরও নিরাপত্তা সরঞ্জাম কেনা এবং অবাধ দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কের গুরুত্বের ওপর জোর দেন।

চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার ভারত। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। 

ওয়াশিংটনের সঙ্গে এই বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী দিল্লি। যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের যে হুমকি ট্রাম্প অতীতে দিয়েছিলেন, তা এড়াতে চায় ভারত।

এ পরিস্থিতিতে মোদি যুক্তরাষ্ট্র সফর করলে দুই রাষ্ট্রপ্রধানের এসব বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম