Logo
Logo
×

আন্তর্জাতিক

দুই কোরিয়ার পুনর্মিলনের দাবির মধ্যে কিমের নতুন মানচিত্র, বিভ্রান্তি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২০ পিএম

দুই কোরিয়ার পুনর্মিলনের দাবির মধ্যে কিমের নতুন মানচিত্র, বিভ্রান্তি

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ছবি: সংগৃহীত

উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তেজনা নতুন কিছু নয়।  ১৯৫০ এর দশকে কোরীয় যুদ্ধের পর থেকে দুই কোরিয়ার মধ্যে পুনর্মিলন প্রচেষ্টা সফল হয়নি।  তবে সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল উত্তর কোরিয়ার একটি মানচিত্রের ছবি নীতি গবেষক (পলিসি রিসার্চার) থেকে শুরু করে ব্যবহারকারীদেরও বিভ্রান্ত করেছে। ভাইরাল এই মানচিত্রে কোরীয় উপদ্বীপকে দুটি পৃথক অংশে বিভক্ত দেখানো হয়েছে। 

মানচিত্রটি চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডনোট (শিয়াওহংশু)- এ শেয়ার করা হয়েছে এবং দাবি করা হয়েছে যে সংশোধিত মানচিত্রটি ২০২৪ সালের এপ্রিলে শেয়ার করা হয়েছিল। খবর নিউজউইকের। 

পিয়ংইয়ং গত কয়েক দশক ধরে সিউলের সঙ্গে পুনর্মিলনের দাবি জানিয়ে আসছিল কিন্তু তা সব সময় নিজেদের শর্তে।  ১৯৫৩ সালে তিন বছর ধরে চলা কোরিয়ান যুদ্ধ শেষ হয় কোনও রকম শান্তি চুক্তি ছাড়াই, এমনকি এখনো কোনও শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়নি দুদেশের মধ্যে। 

নিউজউইকের মতে, মানচিত্রে কেবল উত্তর কোরিয়ার প্রশাসনিক জেলাগুলোকে দেখানো হয়েছে এবং দক্ষিণ কোরিয়াকে বাদ দেওয়া হয়েছে। 

এর পরিবর্তে, দক্ষিণ কোরিয়াকে চীনের মতো ধূসর রঙে দেখানো হয়েছিল এবং কেবল ‘দক্ষিণ কোরিয়া’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।  এর আগে তারা মানচিত্রে দক্ষিণ কোরিয়াকে ‘পুতুল কোরিয়া’ হিসাবে উল্লেখ করতো, যা বোঝায় যে, দক্ষিণ একটি স্বাধীন দেশ নয় বরং একটি ‘মার্কিন পুতুল রাষ্ট্র’।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন গত অক্টোবরের এক ভাষণে বলেন,  আগে আমরা দক্ষিণকে (দক্ষিণ কোরিয়া) স্বাধীন করার এবং বলপ্রয়োগের মাধ্যমে দেশকে একত্রিত করার বিষয়ে অনেক কথা বলেছিলাম।  কিন্তু এখন আমরা এতে মোটেও আগ্রহী নই, এবং যেহেতু আমরা দুটি দেশ ঘোষণা করেছি, তাই আমরা সেই দেশ সম্পর্কে সচেতনও নই। ’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম