Logo
Logo
×

আন্তর্জাতিক

মেঘালয়ে গ্রেফতার ৯ বাংলাদেশি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৪ পিএম

মেঘালয়ে গ্রেফতার ৯ বাংলাদেশি

বৈধ নথিপত্র ছাড়া প্রবেশের দায়ে বাংলাদেশের ৯ নাগরিককে গ্রেফতার করেছে ভারতের মেঘালয় রাজ্য পুলিশ। মঙ্গলবার রাজ্যের ওয়েস্ট গারো হিলস জেলায় ভ্যানে ভ্রমণ করার সময় গ্রেফতার করা হয় তাদের।

গ্রেফতারদের কাছ থেকে ১২টি মোবাইল ফোনসেট, বেশ কয়েকটি সিমকার্ড, ভারতীয় মুদ্রা, ভুয়া আধার কার্ড উদ্ধার করা হয়েছে। দুটি রিকশা ভ্যানও জব্দ করা হয়েছে।

গ্রেফতার ৯ বাংলাদেশির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মেঘালয়ে তাদের ঢুকতে সহযোগিতা করায় ৩ ভারতীয় নাগরিককেও গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে গত সপ্তাহে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মুম্বাইয়ের ঘাটকোপার থেকে ৯ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছিল। যেসব নথপত্রের ভিত্তিতে তারা মুম্বাইয়ে বসবাস করছিলেন, সেগুলো ভুয়া বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম