Logo
Logo
×

আন্তর্জাতিক

এবার প্রথম ড্রোনবাহী যুদ্ধজাহাজ উন্মোচন ইরানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৭ পিএম

এবার প্রথম ড্রোনবাহী যুদ্ধজাহাজ উন্মোচন ইরানের

এই প্রথম দেশীয়ভাবে নির্মিত ড্রোনবাহী যুদ্ধজাহাজ উন্মোচন করল ইরান। ‘শহিদ বাঘেরি’ নামের এই ড্রোনবাহী যুদ্ধজাহাজটি স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে উন্মোচন করা হয়।

ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অত্যাধুনিক এই নৌযানটি একাধিক ড্রোন স্কোয়াড্রন মোতায়েন, যুদ্ধবিমান উৎক্ষেপণ ও পুনরুদ্ধার এবং বিভিন্ন গোয়েন্দা ও হামলা ড্রোন পরিচালনায় সক্ষম।

জাহাজটি উচ্চগতির আক্রমণাত্মক বোট, যুদ্ধ ও সহায়ক হেলিকপ্টার বহন এবং পরিচালনা করতে পারে। এটি ড্রোন ও হেলিকপ্টার মিশনের জন্য একটি মোবাইল সামুদ্রিক প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে।

যুদ্ধজাহাজটি ফোর্স ৯ মাত্রার (খোলা সমুদ্রে প্রবল ঢেউয়ের প্রতিকূলতা) সামুদ্রিক পরিস্থিতি সহ্য করতে পারে এবং এতে ২২,০০০ নটিক্যাল মাইল পর্যন্ত অপারেশনাল রেঞ্জ রয়েছে। 

এর সবচেয়ে ভালো বৈশিস্ট্য হলো- এক বছর পর্যন্ত পুনরায় জ্বালানি না নিয়েই দীর্ঘ দূরত্বের মিশন পরিচালনা করতে পারবে। সূত্র: মেহের নিউজ

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম