Logo
Logo
×

আন্তর্জাতিক

কাশ্মীর পাকিস্তানের অংশ ছিল ভবিষ্যতেও থাকবে: পাকিস্তানের সেনাপ্রধান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪২ পিএম

কাশ্মীর পাকিস্তানের অংশ ছিল ভবিষ্যতেও থাকবে: পাকিস্তানের সেনাপ্রধান

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বলেছেন, কাশ্মীরের জন্য ৩টি যুদ্ধ করেছি প্রয়োজনে আরও ১০টি যুদ্ধ করব। কাশ্মীর আগেও পাকিস্তানের অংশ ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে।

বুধবার আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফ্ফরাবাদে দেওয়া ভাষণে তিনি বলেন, একদিন অবশ্যই পুরো কাশ্মীর পাকিস্তানের অংশ হবে।

পাকিস্তানের সেনাপ্রধান বলেন, কোনো সন্দেহ নেই, কাশ্মীরের মানুষের ইচ্ছা ও লক্ষ্য অনুযায়ী, এটি একদিন স্বাধীন ও পাকিস্তানের অংশ হবে।খবর ডন ও জিয়ো নিউজের। 

আসিম মুনির বলেন, স্বাধীনতার মশাল কাশ্মীরিরা প্রজন্ম থেকে প্রজন্মে ধারণ করে আসছে। আল্লাহ তায়ালা কাশ্মীরের ভূমিকে প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্পদে সমৃদ্ধ করেছেন।কিছু সময়ের দখলকৃত কাশ্মীরে অত্যাচার করতে পারো কিন্তু তা স্থায়ী হবে না।  

জেনারেল মুনির হুমকি দেন, পাকিস্তানের বিরুদ্ধে যারা শক্তি প্রয়োগ করবে, তাদের বিরুদ্ধে তারাও পাল্টা শক্তি প্রয়োগ করবেন এবং পাকিস্তানের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে যেকোনো মূল্যে রক্ষা করবেন।

আজাদ কাশ্মীমের মুজাফ্ফরাবাদে কাশ্মীর আন্দোলনে শহিদদের বেদিতে পুষ্পস্তব অর্পণ করেন তিনি।

এছাড়া ভারতের অধীনে থাকা জম্মু কাশ্মীরের বিভিন্ন নেতা ও উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন আসিম মুনীর। এই নেতাদের তিনি আশ্বস্ত করেন, তাদের স্বাধীনতার সংগ্রামে পাকিস্তান সবসময় পাশে থাকবে। 

জেনারেল মুনীর বলেন, জম্মু কাশ্মীরে হিন্দুবাদীদের অত্যাচার নির্যাতন বেড়ে চলছে। কিন্তু এসব অত্যাচার সেখানকার মানুষের মনোবলকে আরও শক্তিশালী করবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম