তুরস্কে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় আহত ৩৩
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৯ পিএম
![তুরস্কে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় আহত ৩৩](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/05/accident-passenger-bus-67a3657e3233c.jpg)
তুরস্কের আন্তালিয়ায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ৮ শিশুসহ ৩৩ জন আহত হয়েছেন।
ইরানি আহাবার টিভি চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি গিরেসুনের দিকে যাচ্ছিল। এ সময় পথিমধ্যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই অ্যাম্বুলেন্স ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। আহত সবাইকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তবে এখন পর্যন্ত এ দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি।
এর আগে গত ২ ফেব্রুয়ারি লেনিনগ্রাদ অঞ্চলে আরেকটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার শিকার হয়।
রাতের দিকে কিংগিসেপ্প শহরের কাছে নারভা হাইওয়েতে একটি স্নোপ্লাও একটি বাসের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষের ফলে বাসটির কেবিন ও এক পাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ইরানের জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ওই দুর্ঘটনায় দু’জন নিহত হন এবং আরও দু’জন আহত হন। পুলিশ, অ্যাম্বুলেন্স এবং অন্যান্য জরুরি পরিষেবা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
দুর্ঘটনাটির কারণ তৎক্ষণাৎ নির্ধারণ করা সম্ভব না হলেও প্রত্যক্ষদর্শীরা জানায়, কামাজ ট্রাকটি বিপরীত লেনে ঢুকে পড়েছিল, যার ফলে সংঘর্ষ ঘটে। সূত্র: মেহের নিউজ