Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্পের ‘শুল্কাঘাতে’ জবাব দিচ্ছে চীন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২১ পিএম

ট্রাম্পের ‘শুল্কাঘাতে’ জবাব দিচ্ছে চীন

‘শুল্কাঘাতে’ বিশ্বজুড়ে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় আসার পরপরই একাধিক দেশের ওপর পরপর নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প প্রশাসন। এই তালিকার প্রথম সারিতেই ছিল শক্তিশালী চীন। 

কিন্তু ট্রাম্পের এই শুল্ক আরোপের বিষয়ে এবার পালটা জবাব দিচ্ছে দেশটি। চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপে ট্রাম্পের পদক্ষেপ হিসাবে যুক্তরাষ্ট্রের একাধিক পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। মঙ্গলবার এই ঘোষণা দেয় দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। দ্য গার্ডিয়ান, বিবিসি। 

শুধুমাত্র শুল্ক আরোপই নয়, টেক জায়ান্ট গুগলের বিরুদ্ধে তদন্তসহ অন্যান্য বাণিজ্য-সম্পর্কিত ব্যবস্থা নেওয়ার কথাও ঘোষণা করেছে দেশটি। 

চীন সরকার জানিয়েছে, তারা কয়লা এবং তরল প্রাকৃতিক গ্যাসের ওপর ১৫% শুল্ক আরোপ করবে। সেই সঙ্গে অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি এবং গাড়ির ওপর ১০% শুল্ক আরোপ করবে। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের একতরফা শুল্কবৃদ্ধি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মকে মারাত্মকভাবে লঙ্ঘন করেছে। এটি কেবল নিজস্ব সমস্যা সমাধানে ব্যর্থতাই নয়, বরং চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতাকেও ক্ষতিগ্রস্ত করেছে।’ 

যদিও ট্রাম্প আগামী কয়েকদিনের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলার পরিকল্পনা করেছেন। 

এদিকে মঙ্গলবার চীনের বাজার নিয়ন্ত্রণবিষয়ক রাজ্য প্রশাসন জানিয়েছে, তারা গুগলের বিরুদ্ধে আইন লঙ্ঘনের সন্দেহে তদন্ত করছে। এদিকে মেক্সিকো ও কানাডার ওপর শুল্ক আরোপ স্থগিত করেছেন ট্রাম্প। প্রতিবেশী এই দেশ দুটি অবৈধ অভিবাসী ও মাদক পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আসার পর ট্রাম্প এ সিদ্ধান্ত নেন। 

কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর বিশ্বে স্টক মার্কেটে মন্দা দেখা দেয়। বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা দেখা দেয়।

শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম। এই আলাপের পর শুল্ক আরোপ স্থগিতের বিষয়ে তাদের মধ্যে সমঝোতা হয়। মেক্সিকোর ন্যাশনাল গার্ডের সদস্যরা যুক্তরাষ্ট্র সীমান্তে মেক্সিকো অংশে নিরাপত্তায় নিয়োজিত। 

ট্রাম্পের সঙ্গে আলোচনার পর সীমান্তে ১০ হাজার সেনা পাঠাতে রাজি হয়েছেন প্রেসিডেন্ট শেনবাউম। এ ছাড়াও আমদানিকৃত পণ্যে শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। তবে পৃথক দুটি ফোনালাপের পর ট্রাম্প খুবই সন্তুষ্ট বলে জানিয়েছেন। তিনি শুল্ক আরোপ প্রক্রিয়া এক মাসের জন্য স্থগিত ঘোষণা করেছেন। 

ট্রাম্প বলেছেন, কানাডা উত্তর সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে রাজি হয়েছে। ফেনটানিলের মতো ক্ষতিকর মাদক পাচার বন্ধের আশ্বাস দিয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্র–ডো বলেছেন, ট্রাম্পের সঙ্গে ভালো আলোচনার পর কানাডা উত্তর সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১০ হাজারে সেনা মোতায়েন করবে। মাদক পাচারকারীদের সন্ত্রাসীর তালিকায় অন্তর্ভুক্ত করবে বলেও জানান ট্রুডো। 

ফেনটানিলের পাচার রোধে একজন ফেনটানিল জার নিয়োগ করা হবে। অর্থ পাচারও বন্ধ করা হবে।  

উল্লেখ্য, কানাডা, চীন ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের বড় তিনটি বাণিজ্যিক অংশীদার। গত শনিবার কানাডা, মেক্সিকো ও চীনা পণ্যে শুল্ক আরোপের আদেশ দেন। এ-সংক্রান্ত তিনটি পৃথক নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। এ আদেশ স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকর হওয়ার কথা ছিল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম