Logo
Logo
×

আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের সরাতে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান আরব দেশগুলোর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৪ পিএম

ফিলিস্তিনিদের সরাতে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান আরব দেশগুলোর

ছবি: সংগৃহীত

গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে আরব দেশগুলো। সোমবার (৩ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে দেওয়া এক চিঠিতে যৌথভাবে প্রতিবাদ জানিয়েছেন পাঁচ আরব দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা।  খবর রয়টার্সের। 

ওই চিঠিতে বলা হয়েছে, গাজার পুনর্গঠনে ফিলিস্তিনিদের প্রত্যক্ষ অংশগ্রহণে থাকতে হবে। ফিলিস্তিনিরা নিজের ভূমিতেই থেকে তা পুনরুদ্ধারে সহযোগিতা করবে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস বলছে, সপ্তাহান্তে কায়রোতে অনুষ্ঠিত এক বৈঠকে উপস্থিত হয়েছিলেন জর্ডান, সৌদি আরব, মিশর, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ কূটনীতিক এবং ফিলিস্তিনি প্রেসিডেনশিয়াল উপদেষ্টা হুসেইন আল-শেখ। এখান থেকেই রুবিওর কাছে ওই চিঠি পাঠানো হয়। চিঠিতে তারা ছয়জনই স্বাক্ষর করেছেন।

ওই চিঠিতে আরও বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনে পুরো পুনর্গঠন প্রক্রিয়ায় নিজস্ব সিদ্ধান্ত গ্রহণে তাদের সম্পূর্ণ অধিকার থাকা উচিত। তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।

জানুয়ারির ২৫ তারিখে অকস্মাৎ ফিলিস্তিনিদের স্থানান্তর সংক্রান্ত প্রস্তাব আনেন ট্রাম্প। তিনি পরামর্শ দেন, জর্ডান ও মিশরের উচিত ফিলিস্তিনিদের জায়গা দেওয়া। এই ব্যবস্থা স্বল্পস্থায়ী বা দীর্ঘস্থায়ী, যেকোনও রকম হতে পারে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম