Logo
Logo
×

আন্তর্জাতিক

পুতিন-ট্রাম্প বৈঠক আয়োজনের বিষয়ে কোনো অগ্রগতি নেই: ক্রেমলিন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৩ পিএম

পুতিন-ট্রাম্প বৈঠক আয়োজনের বিষয়ে কোনো অগ্রগতি নেই: ক্রেমলিন

রাশিয়ান প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রুশ নেতা ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে কোনো নতুন তথ্য নেই।

মূলত রয়টার্সের এক প্রতিবেদনের প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেছে ক্রেমলিন। রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়, পুতিন ও ট্রাম্পের মধ্যে আলোচনা আয়োজনের সম্ভাব্য স্থান হিসেবে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবকে বিবেচনা করছে রাশিয়া।

তবে আরবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ক্রেমলিন মুখপাত্র বলেন, এমন একটি বৈঠকের স্থান নিয়ে আলোচনা করার আগে, আমাদের প্রথমে নির্ধারণ করতে হবে বৈঠকটি কিসের বিষয়ে হবে।  এ বিষয়ে কোনো নতুন খবর নেই।

রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকলেও, দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে আলোচনা নিয়ে ক্রমাগত আলোচনা চলছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, এবং আন্তর্জাতিক বাণিজ্য ইস্যু নিয়ে আলোচনার জন্য পুতিন এবং ট্রাম্পের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, পুতিন এবং ট্রাম্পের মধ্যে আলোচনা আয়োজনের জন্য সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের নাম উঠে আসলেও, কোন দেশেই তা নিশ্চিত করে বলতে পারেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বৈঠকটি যদি হয়, তবে রুশ-মার্কিন সম্পর্কে নতুন দিক উন্মোচন করতে পারে, তবে তা যথেষ্ট সময়সাপেক্ষ হতে পারে।

পুতিন এবং ট্রাম্পের বৈঠক শুধুমাত্র দ্বিপাক্ষিক সম্পর্কের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি বৈশ্বিক রাজনীতিতে গভীর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে, দুই নেতার মধ্যে ইউক্রেন যুদ্ধ, সাইবার নিরাপত্তা, এবং পারমাণবিক নিরস্ত্রীকরণের মতো ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম