Logo
Logo
×

আন্তর্জাতিক

রাহুল গান্ধীর বক্তব্য ‘মিথ্যাচার’, কড়া জবাব জয়শঙ্করের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৭ পিএম

রাহুল গান্ধীর বক্তব্য ‘মিথ্যাচার’, কড়া জবাব জয়শঙ্করের

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সোমবার দেশটির লোকসভায় দেওয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা বলে আখ্যা দিয়েছেন। কড়া জবাবে তিনি বলেছেন, এ ধরনের মন্তব্য দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।

এর আগে সোমবার দুপুরে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ করে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ‘প্রধানমন্ত্রী মোদি যাতে আমন্ত্রণ পান সেজন্য জয়শঙ্করকে তিন-চারবার যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছিল’। 

তবে তার এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

বিকালে এক এক্স (সাবেক টুইটার) বার্তায় জয়শঙ্কর লেখেন, ‘বিরোধী দলনেতা রাহুল গান্ধী ইচ্ছাকৃতভাবে আমার ২০২৪ সালের ডিসেম্বরের মার্কিন সফর সম্পর্কে মিথ্যাচার করেছেন। আমি সেখানে বাইডেন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার (NSA) সঙ্গে বৈঠক করতে গিয়েছিলাম। এছাড়াও আমাদের কনসাল জেনারেলদের এক বৈঠকে আমি সভাপতিত্ব করি। আমার ওই সফরের সময় নতুন NSA-নিযুক্ত কর্মকর্তাও আমার সঙ্গে সাক্ষাৎ করেন’।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সেখানে কোনো পর্যায়েই প্রধানমন্ত্রীর আমন্ত্রণের প্রসঙ্গ উত্থাপিত হয়নি। এটি সর্বজনবিদিত যে, আমাদের প্রধানমন্ত্রী এ ধরনের অনুষ্ঠানে অংশ নেন না। ভারত সাধারণত বিশেষ দূতদের মাধ্যমে প্রতিনিধিত্ব করে’।

একই সঙ্গে জয়শঙ্কর কংগ্রেস নেতার মন্তব্যকে ভারতের ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, ‘রাহুল গান্ধীর মিথ্যাচার রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। কিন্তু এতে করে দেশের আন্তর্জাতিক সম্মান ক্ষতিগ্রস্ত হয়’। সূত্র: এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম