বাঘের খাঁচা খুলে চাকরি হারালেন কর্মচারী
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০১ পিএম
চিড়িয়াখানায় বাঘের খাঁচা খুলে দেন এক কর্মচারী।পরে অন্য কর্মীরা বাঘটিকে অজ্ঞান করে আবার খাঁচায় স্থানান্তরিত করে।এ ঘটনায় চাকরি হারিয়েছেন ওই কর্মচারী।
লাহোরের জালো পার্কে সম্প্রতি এ ঘটনা ঘটেছে। খবর জিও নিউজের।
পাঞ্জাবের বন্যপ্রাণী বিভাগের মুখপাত্র জানিয়েছেন, খাঁচা খোলার পর বেরিয়ে আসে সাদা বাঘটি।তবে এটি দেখা ফেলায় অন্য কর্মীরা সময়মতো ব্যবস্থা নেয়।তারা বাঘটিকে অজ্ঞান করে আবার খাঁচায় স্থানান্তরিত করে।অচেতন করে ফিরিয়ে আনতে বাঘটিকে ইনজেকশনও দেওয়া হয়েছিল।
যে কর্মী সিংহের খাঁচা খুলেছিল, তাকে আটক করা হয়েছে। পাঞ্জাবের বন্যপ্রাণী বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, ওই কর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা দায়ের করা হবে।
এ ঘটনায় ওয়াইল্ডলাইফ লাহোর এবং ভেটেরিনারি অফিসার সাফারি পার্ককে নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।