Logo
Logo
×

আন্তর্জাতিক

হ্যারি-মেগান বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই এলো নতুন খবর!

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১১ পিএম

হ্যারি-মেগান বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই এলো নতুন খবর!

প্রিন্স হ্যারি তার স্ত্রী মেগান মার্কেলের জন্য বড় পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন। তাদের বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই এলো এই নতুন খবর।

একটি সূত্রের দাবির বরাত দিয়ে রিডার অনলাইন জানিয়েছে, প্রিন্স হ্যারি তার স্ত্রী মেগান মার্কেলের জন্য আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন। 

সম্প্রতি আমেরিকান ম্যাগাজিন ভ্যানিটি ফেয়ার-এ প্রকাশিত একটি প্রবন্ধের পর হ্যারি ওই প্রকাশনার বিরুদ্ধে মামলা করার কথা বিবেচনা করছেন।

রিডার অনলাইনে বর্ণিত ওই সূত্রটি পেজ সিক্সকে জানিয়েছে, ভ্যানিটি ফেয়ার-এ প্রকাশিত ওই প্রবন্ধটি একাধিক স্তরে বিপজ্জনক। যা মেগানকে সম্পূর্ণ হীনভাবে উপস্থাপন করেছে এবং বেইমানি অনুভব করিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘এতে হ্যারিও একইভাবে অবাক হয়েছেন। এটি তাদের খ্যাতির ওপর এক ধরনের নিরন্তর আক্রমণ ছিল এবং তারা গভীরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। এই পরিস্থিতি সহসাই মিটিয়ে ফেলা সম্ভব নয়। ভ্যানিটি ফেয়ার এলিট সামাজিক বৃত্তে গুরুতর প্রভাব এবং বিশ্বাসযোগ্যতা ধারণ করে এবং তাদের অভিযোগের বিস্তৃতি উদ্বেগজনকভাবে ব্যাপক এবং ক্ষতিকর’।

ওই সূত্রটি আরও জানিয়েছে, হ্যারি তার আইনি পদক্ষেপ নিতে এবং ওই ম্যাগাজিনের বিরুদ্ধে ক্ষতিপূরণের দাবি করতে পারবেন কি না তা জানতে ইতোমধ্যেই কয়েকটি ফোন কল করেছেন। আইনজীবীরাও তাদের বিকল্পগুলো তার সঙ্গে আলোচনা করছেন।

রিডার অনলাইনের রিপোর্ট অনুযায়ী, ভ্যানিটি ফেয়ারে প্রকাশিত ওই প্রবন্ধে মেগান এবং হ্যারিকে ‘বিশ্বের সবচেয়ে বেশি অধিকার চর্চাকারী ও প্রতারক মানুষ’ হিসেবে আক্রমণ করা হয়েছে এবং গুজব ছড়ানো হয়েছে যে, মেগানের টিম তাদের ডিভোর্সের পর তার ‘আত্মজীবনী লেখার চুক্তি’ নিয়ে আলোচনা করছিল। 

এদিকে দ্য ইকোনমিক টাইমস-সহ বেশ কিছু প্রতিবেদনে বলা হয়েছে, হ্যারি ও মেগান তাদের সম্পর্ক আরও দৃঢ় করতে নতুন বছরে একসঙ্গে বেশি সময় কাটানোর পরিকল্পনা করেছেন। 

ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, তারা তাদের দাম্পত্য জীবন টিকিয়ে রাখতে সচেষ্ট রয়েছেন এবং বিবাহবিচ্ছেদের খবর গুজব ছাড়া আর কিছু নয়। সূত্র: জিও নিউজ

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম