ইরানে এবার নতুন প্রজন্মের ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ উন্মোচন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৯ পিএম
‘এতমাদ’ নামক নতুন ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচনের পাশাপাশি রোববার এক নতুন প্রজন্মের ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ উন্মোচন করেছে ইরান।
এদিন তেহরানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্ষেপণাস্ত্র অর্জন সংক্রান্ত প্রদর্শনী পরিদর্শনের সময় প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান নতুন প্রজন্মের এই বাভার-৩৭৩ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেন।
ইরানি সংবাদ সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এই নতুন সংস্করণে লঞ্চার, ট্র্যাকিং রাডার এবং ফায়ার কন্ট্রোল রাডারকে একীভূত করা হয়েছে। পূর্বের সংস্করণে বাভার-৩৭৩ লঞ্চারগুলোর নিজস্ব রাডার ছিল না। তবে এই নতুন উন্নত সংস্করণে প্রতিটি লঞ্চার স্বাধীনভাবে শত্রুর লক্ষ্যবস্তু শনাক্ত ও মোকাবিলা করতে সক্ষম হবে।
প্রকাশিত চিত্র অনুযায়ী, প্রতিটি বাভার-৩৭৩ লঞ্চার একটি স্বয়ংসম্পূর্ণ শনাক্তকরণ রাডার এবং ছয়টি ক্ষেপণাস্ত্র লঞ্চারসহ সজ্জিত।
ধারণা করা হচ্ছে, নতুন এই লঞ্চার ব্যবস্থার সংযোজনের ফলে এই প্রতিরক্ষা ব্যবস্থার আক্রমণ সক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।
নতুন প্রজন্মের বাভার-৩৭৩ বিভিন্ন দিক থেকে আগের সংস্করণের তুলনায় আরও আধুনিক ও শক্তিশালী করা হয়েছে বলে জানানো হয়েছে।
এর আগে ‘এতমাদ’ নামক একটি নতুন ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হয়। যার সর্বোচ্চ পাল্লা ১,৭০০ কিলোমিটার বলে জানানো হয়েছে। এদিন তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এই ক্ষেপণাস্ত্রের উদ্বোধন করেন।