পশ্চিম তীরে প্রতিরোধ অব্যাহত থাকবে, হামাসের হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪১ পিএম
গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চললেও অধিকৃত পশ্চিম তীরে সামরিক অভিযান ও হামলা বাড়িয়ে দিয়েছে ইসরাইল। এ নিয়ে হুঁশিয়ারি দিয়েছে হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি বলেছে, অধিকৃত পশ্চিম তীরে প্রতিরোধ আন্দোলন থামবে না এবং ইসরাইলি দখলদারদের অধিগ্রহণ ও বাস্তুচ্যুতকরণের প্রচেষ্টা ব্যর্থ হবে।
রোববার ভোরে এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছে হামাস।
একই সঙ্গে সংগঠনটি অধিকৃত পশ্চিম তীরের জেনিন ও কাবাতিয়া শহরে ইসরাইলের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
হামাসের বিবৃতিতে বলা হয়, দখলদার ইহুদি রাষ্ট্র আমাদের শিশুদের বিরুদ্ধে সহিংসতা ও হামলা বাড়িয়ে চলেছে। এই হামলা বর্বর ইসরাইলি সরকারের দমনমূলক নীতি এবং স্বাধীনতাকামী ও প্রতিরোধ আন্দোলনকে দুর্বল করার ব্যর্থ প্রচেষ্টারই অংশ।
হামাসের মতে, স্বাধীনতাকামী আন্দোলনের নেতাদের টার্গেট করে হত্যা এবং পশ্চিম তীরে দমন-পীড়ন চালিয়েও ইসরাইল ফিলিস্তিনি জনগণের সংগ্রামকে দমন করতে পারবে না। ফিলিস্তিনি জনগণ তাদের ভূমির স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে।
ইসরাইলি ড্রোন হামলায় ৫ ফিলিস্তিনি নিহত
এর আগে শনিবার রাতে জেনিন ও কাবাতিয়ায় পৃথক ড্রোন হামলায় বর্বর ইসরাইলি বাহিনী অন্তত পাঁচজন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার মধ্যে একজন শিশুও রয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চালানো গাজা যুদ্ধের মধ্যে ইসরাইল পশ্চিম তীরেও দমন-পীড়ন বাড়িয়েছে। বিশেষ করে জেনিন শহরের শরণার্থী শিবির এবং আশপাশের এলাকায় ইসরাইলি অভিযান আরও তীব্র হয়েছে। যদিও সেখানে ফিলিস্তিনিরা তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে। সূত্র: ইরনা