
প্রিন্ট: ২৮ এপ্রিল ২০২৫, ০৯:৩৩ এএম
রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৫ পিএম

আরও পড়ুন
রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত দুজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার বেলগোরোদের গভর্নর ভায়াচেস্লাভ গ্লাডকভ এক টেলিগ্রাম বার্তায় এ তথ্য জানান। খবর রয়টার্সের।
প্রতিবেদন অনুযায়ী, ভায়াচেস্লাভ বলেন, শনিবার রাতে ইউক্রেনের ড্রোন হামলায় মালিনোভকা গ্রামে (সীমান্ত থেকে প্রায় ৮ কিলোমিটার পূর্বে) এক ব্যক্তি নিহত হন।
রোববার সকালেও বেশ কয়েকটি বসতিতে ইউক্রেনের হামলা চলতে থাকে। এ সময় একটি যাত্রীবাহী গাড়ি ড্রোন হামলার শিকার হয়। এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি এক নারীর মৃত্যু হয় এবং আরেকজন আহত চিকিৎসাধীন বলে জানান গভর্নর গ্লাডকভ।
এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৪টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে।
তবে এই হামলার বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
যদিও বেলগোরোদ এবং ইউক্রেন সীমান্তবর্তী রুশ অঞ্চলগুলো যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনীয় হামলার শিকার হয়েছে।
কিয়েভের দাবি, তাদের এই হামলাগুলো রাশিয়ার সামরিক, জ্বালানি ও পরিবহন অবকাঠামোকে দুর্বল করার উদ্দেশ্যে চালানো হচ্ছে, যাতে মস্কোর যুদ্ধ প্রচেষ্টা ব্যাহত হয়।
যদিও যুদ্ধের শুরু থেকে উভয় পক্ষই দুই দেশের বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানানোর অভিযোগ অস্বীকার করে আসছে।
ঘটনাপ্রবাহ: ইউক্রেন যুদ্ধ
আরও পড়ুন