Logo
Logo
×

আন্তর্জাতিক

‘ইসরাইল ব্যর্থ হয়েছে’, মনে করেন দেশটির ৫৭ শতাংশ মানুষ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৪ পিএম

‘ইসরাইল ব্যর্থ হয়েছে’, মনে করেন দেশটির ৫৭ শতাংশ মানুষ

সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, মাত্র ৪ শতাংশ ইসরাইলি বিশ্বাস করেন যে তাদের দেশ গাজা যুদ্ধে বিজয়ী হয়েছে এবং সরকার ও সেনাবাহিনী গাজায় তাদের লক্ষ্য অর্জন করতে পেরেছে। খবর মিডল ইস্ট মনিটরের। 

লাজার রিসার্চ ইনস্টিটিউট পরিচালিত এবং ইসরাইলি সংবাদপত্র মারিভ প্রকাশিত একটি জরিপে প্রশ্ন ছিল, ‘ইসরাইল হামাসকে ধ্বংস করার যুদ্ধে লক্ষ্য অর্জন করতে পেরেছে কিনা’। 

মাত্র চার শতাংশ অংশগ্রহণকারী বলেছেন, তেল আবিব তাদের অর্জন করেছে। ৩২ শতাংশ বলেছেন, লক্ষ্যগুলো পুরোপুরি অর্জিত হয়নি। আর ৫৭ শতাংশ বলেছেন, লক্ষ্যগুলো মোটেই অর্জিত হয়নি এবং ৭ শতাংশ বলেছেন তারা জানেন না।

যুদ্ধ শেষ হয়েছে বলা যায় কিনা এ বিষয়ে ৩১ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন যে এটি শেষ হতে পারে, ৫৭ শতাংশ বিশ্বাস করেন যে এটি শেষ হয়েছে বলা যায় না এবং ১২ শতাংশ বলেছেন তারা জানেন না।

ইসরাইলের ইহুদি ও ফিলিস্তিনি উভয় জনগোষ্ঠীর সমন্বয়ে গঠিত ৫১৭ জনের ওপর জরিপ চালিয়ে দেখা গেছে, সংখ্যাগরিষ্ঠ ইসরাইলি মনে করেন, অদূর ভবিষ্যতে নির্বাচন অনুষ্ঠিত হলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার লিকুদ পার্টির নেতৃত্বাধীন বর্তমান জোট সরকারের পতন ঘটবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম