Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ৩২

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪১ পিএম

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ৩২

ইউক্রেনের পোলতাভা শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। নিহতদের মধ্যে দুটি শিশু রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। 

পোলতাভার আঞ্চলিক সামরিক প্রশাসন রোববার এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে দুটি শিশু রয়েছে। এছাড়া ১৭ জন আহত হয়েছে, যাদের মধ্যে চারজন শিশু এবং ঘটনাস্থল থেকে ২২ জনকে উদ্ধার করা হয়েছে। 

এর আগে, স্থানীয় প্রশাসন জানিয়েছিল, হামলায় ১২ জন নিহত হয়েছে এবং এখনো উদ্ধার তৎপরতা চলছে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, শনিবার রাতের এ হামলায় ১৮টি আবাসিক ভবন এবং অজ্ঞাত সংখ্যক কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

ইউক্রেনের প্রতিক্রিয়া

ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে, রাশিয়া শনিবার ইউক্রেনের দিকে ৪০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে কতগুলো ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার এক বার্তায় কিয়েভের প্রতি আরও আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানান। 

তিনি বলেন, প্রতিটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, প্রতিটি প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র মানে একটি জীবন রক্ষা করা। আমাদের মিত্রদের অবশ্যই ব্যবস্থা নিতে হবে, আমাদের চুক্তিগুলো পূরণ করতে হবে এবং রাশিয়ার ওপর চাপ আরও বাড়াতে হবে।

রাশিয়ার প্রতিক্রিয়া

এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইউক্রেনের সামরিক-শিল্প কমপ্লেক্সকে সমর্থনকারী গ্যাস ও জ্বালানি অবকাঠামোতে সফলভাবে হামলা চালিয়েছে।

আর এই হামলার ফলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: রয়টার্স ও আনাদোলু

ঘটনাপ্রবাহ: ইউক্রেন যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম