প্রথম সফরেই পানামায় ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৯ পিএম

ছবি: সংগৃহীত
প্রথম বিদেশ সফরে পানামা গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় শনিবার (১ ফেব্রুয়ারি) পানামায় অবতরণ করে মার্কো রুবিওকে বহনকারী ফ্লাইটটি।
সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, সফরে পানামা খাল পরিদর্শনে যাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পানামার প্রেসিডেন্ট রাউল মুলিনোর সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে তার।
রুবিও এমন এক সময়ে এ সফর করলেন যখন কানাডা, মেক্সিকো ও চীনে ট্রাম্প শুল্ক আরোপ করেছেন। পানামা থেকে রুবিও অভিবাসী ইস্যুতে লাতিন আমেরিকার আরও চারটি ছোট দেশ সফর করবেন। সাধারণত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীরা প্রথমে বড় ও মিত্রদেশগুলোতে সফর করেন। তবে রুবিও ছোট দেশ দিয়ে সফর শুরু করলেন।
ধারণা করা হচ্ছে, পানামা খাল ইস্যুতে মার্কিন প্রতিনিধির সঙ্গে আলোচনা হবে পানামার প্রেসিডেন্টের। এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পানামা খালের নিয়ন্ত্রণ নিয়ে নিতে চাইলে উত্তেজনা শুরু হয় দেশ দু’টির মধ্যে। এই সফরে মধ্য আমেরিকার অন্যান্য দেশ এল সালভাদোর, কোস্টা রিকা, গুয়াতেমালাতেও যাওয়ার কথা রয়েছে মার্কো রুবিওর।