যুক্তরাষ্ট্রে গাজা-যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা করবেন নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৮ পিএম
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাতে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা করবেন। আগামী সোমাবার (৩ ফেব্রুয়ারি) তার ওয়াশিংটনের উইটকফের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাতে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করবেন।
নেতানিয়াহু রোববার (২ ফেব্রুয়ারি) ওয়াশিংটনের উদ্দেশে ইসরাইল ছাড়বেন। সেখানে তিনি সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করবেন এবং গাজা পরিস্থিতি ও সেখানে আটক ইসরাইলি জিম্মিদের নিয়ে আলোচনা করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, উইটকফের সঙ্গে বৈঠকের সময় নেতানিয়াহু যুদ্ধবিরতির বিষয়ে ইসরাইলের অবস্থান নিয়ে আলোচনা করবেন। এরপর উইটকফ মিশর ও কাতারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন।
গত ১৯ জানুয়ারি দীর্ঘ ১৫ মাসের ইসরাইলি আগ্রাসনের পর গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি কার্যকর হয়েছে। চুক্তির অধীনে হামাস এখন পর্যন্ত ইসরাইলি কারাগারে আটকে থাকা শত শত ফিলিস্তিনির বিনিময়ে ১৮ জন জিম্মিকে মুক্তি দিয়েছে।