হঠাৎ ভারত সফরে যাচ্ছেন পুতিনের ঘনিষ্ঠ সহচর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৯ পিএম
হঠাৎ ভারত সফরে যাচ্ছেন রাশিয়ার পার্লামেন্টের স্পিকার ভিয়াচেস্লাভ ভোলোদিন। তিনি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত। রোববার ভোলোদিন জানিয়েছেন, তিনি গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন।
টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করা এক বার্তায় ভোলোদিন বলেন, আমরা রাতের মধ্যে নয়াদিল্লীতে পৌঁছাবো, এবং আগামীকাল গুরুত্বপূর্ণ সভা ও আলোচনা পরিকল্পিত রয়েছে।
তিনি আরো উল্লেখ করেন, ভারত একটি কৌশলগত অংশীদার। আমাদের দীর্ঘকাল ধরে বিশ্বাস ও পারস্পরিক লাভজনক সহযোগিতার সম্পর্ক রয়েছে। সব ক্ষেত্রেই যোগাযোগ বাড়ানোর প্রয়োজন।
রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর, ভারত পশ্চিমা দেশগুলোর থেকে আলাদা অবস্থান নিয়েছে এবং নিরপেক্ষ নীতিতে কাজ করে যাচ্ছে। এই সফরটি ভারতের অবস্থানকে আরও প্রভাবিত করতে পারে, এবং আলোচনায় কোনো নতুন অর্থনৈতিক বা কৌশলগত চুক্তি হতে পারে যা রাশিয়ার সঙ্গে সম্পর্কের আরও একধাপ অগ্রগতি হতে পারে।
এছাড়া ভোলোদিন, পুতিনের ঘনিষ্ঠ সহচর হিসেবে রাশিয়ার রাজনৈতিক দৃশ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার ভারত সফর এবং এই সফরের উদ্দেশ্য রাশিয়ার রাজনৈতিক স্তরে সম্পর্কের গুরুত্বকে তুলে ধরে, যা প্রমাণ করে যে ভারতকে রাশিয়া একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে দেখে।
রাশিয়া ও ভারতের মধ্যে দীর্ঘকালীন অর্থনৈতিক এবং প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে, যেখানে রাশিয়া ভারতকে অস্ত্র এবং সামরিক প্রযুক্তি সরবরাহ করছে। সফরের আলোচনায় এই সহযোগিতা আরও সম্প্রসারিত হতে পারে, বিশেষ করে বর্তমান বিশ্ব বাণিজ্য পরিস্থিতিতে দুই দেশের সম্পর্কের গভীরতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।