Logo
Logo
×

আন্তর্জাতিক

জিম্মি হস্তান্তরের দৃশ্যগুলো দেখিয়ে ইসরাইলকে বার্তা দিয়েছে হামাস

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩১ পিএম

জিম্মি হস্তান্তরের দৃশ্যগুলো দেখিয়ে ইসরাইলকে বার্তা দিয়েছে হামাস

গাজায় ইসরাইলি জিম্মিদের মুক্তির সময় কয়েক দফায় ব্যাপক শোডাউন করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। গোষ্ঠীটির শীর্ষস্থানীয় কর্মকর্তা তাহের আল-নুনু আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, ইসরাইলি জিম্মিদের হস্তান্তরের দৃশ্য হামাসের শক্তি এবং নিয়ন্ত্রণের প্রমাণ। 

তিনি সতর্ক করে দিয়ে বলেন, হামাস যুদ্ধ পুনরায় শুরুর জন্য সম্পূর্ণ প্রস্তুত। তিনি আরো জানান, জিম্মিদের মুক্তি দিতে এই শোডাউন ইসরাইলকে বার্তা দিচ্ছে যে হামাস যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম এবং গাজার শাসন পরিচালনা করতে হামাস প্রতিজ্ঞাবদ্ধ।

তাহের আল-নুনু বলেন, জিম্মিদের হস্তান্তরের দৃশ্যগুলো প্রমাণ করছে যে হামাসের নেতৃত্বের প্রতি জনগণের সমর্থন শক্তিশালী রয়েছে।

এছাড়া বিনা বিচারে ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের নিয়ে উল্লাস করেছে সাধারণ মানুষ। তারা এটিকে বিজয় বলে চিহ্নিত করেছে।

শনিবার, গাজার খান ইউনিসে তিনটি বাসে বন্দি মুক্তির পর সেগুলোর সংবর্ধনায় উল্লাসিত মানুষের স্রোত দেখা গেছে। 

আল-নুনু আরও বলেন, এই ধরনের উদযাপন হামাসের নেতৃবৃন্দের প্রতি সমর্থন প্রদর্শন করছে, এবং এটি ইসরাইলকে সতর্ক করবে, যাতে তারা যুদ্ধের দ্বিতীয় পর্যায়ের জন্য প্রস্তুতি নিতে না পারে। 

তিনি বলেন, এটি তাদের জন্য একটি বার্তা, যারা ভাবছে তারা যুদ্ধ অব্যাহত রাখতে পারে। হামাস প্রস্তুত এবং সক্ষম যে কোনও সময়ে যুদ্ধ চালিয়ে যেতে।

তিনি জানান, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের জন্য আলোচনা আগামী সোমবার শুরু হওয়ার কথা রয়েছে, যা যুদ্ধবিরতির ১৬ তম দিনে হবে। 

একই সাক্ষাৎকারে আল-নুনু দাবি করেছেন, হামাস গাজা উপত্যকায় শাসন পরিচালনা করতে চলেছে, এবং তিনি অভিযোগ করেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও তার ফাতাহ পার্টি হামাসের সাথে কোন ধরনের ক্ষমতা ভাগাভাগির চুক্তি করতে অস্বীকার করেছে, যেখানে উভয় দল একযোগে গাজার পরবর্তী শাসন পরিচালনা করার জন্য একটি কমিটি গঠন করতে পারে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম