সুদানে সবজি বাজারে গোলাবর্ষণ-বিমান হামলা, নিহত ৫৬
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৫ পিএম
![সুদানে সবজি বাজারে গোলাবর্ষণ-বিমান হামলা, নিহত ৫৬](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/02/sudan-679f16e7d6132.jpg)
ছবি: সংগৃহীত
সুদানের একটি সবজির বাজারে গোলাবর্ষণ এবং বিমান হামলায় অন্তত ৫৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫৮ জন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) দেশটির ওমদুরমান এলাকার একটি বাজারে ওই দুর্ঘটনা ঘটেছে। খবর আলজাজিরার।
এই হামলার জন্য আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) দায়ী করা হয়েছে।
সুদানের সংস্কৃতিমন্ত্রী ও দেশটির সরকারের মুখপাত্র খালিদ আল-আলেইসির এই হামলার নিন্দা জানিয়ে বলেন, হামলায় হতাহতদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। হামলার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে।
তিনি এক বিবৃতিতে বলেন, এই অপরাধমূলক কাজ এই মিলিশিয়ার রক্তাক্ত রেকর্ডে যোগ করেছে। এটি আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওমদুরমানের পশ্চিমাঞ্চল থেকে ওই কাঁচাবাজার লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়েছে। বর্তমানে ওমদুরমানের পশ্চিমাঞ্চল আরএসএফের নিয়ন্ত্রণে রয়েছে। ড্রোন দিয়ে হামলা নিয়ন্ত্রণ করা হয়েছে।
ওমদুরমানের আরও দক্ষিণের এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেন, আরএসএফ একাধিক রাস্তায় এলোপাতাড়ি গুলি চালিয়েছে এবং একই সঙ্গে রকেট ও আর্টিলারি দিয়ে হামলা চালানো হয়েছে।
হামলা থেকে বেঁচে যাওয়া একজন বলেন, সবজি বাজারের মাঝখানে কামানের গোলা এসে পড়েছে। সে কারণেই সেখানে অনেক হতাহতের ঘটনা ঘটেছে।