Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলি হামলায় প্রাণ হারালেন যুদ্ধবিরতিতে মুক্ত ফিলিস্তিনি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪০ এএম

ইসরাইলি হামলায় প্রাণ হারালেন যুদ্ধবিরতিতে মুক্ত ফিলিস্তিনি

আব্দুল ইসাম আলাওনেহ। ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরের জেনিনে শনিবার (১ ফেব্রুয়ারি) ইসরাইলি ড্রোন হামলায় অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্য একজন ২০২৩ সালের নভেম্বরে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মুক্তি পেয়েছিলেন।  তিনি জেনিনের দক্ষিণের কাবাতিয়া শহরে নিহত হন। 

কুদস নিউজ নেটওয়ার্কের বরাতে রোববার (২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। 

অধিকৃত পশ্চিম তীরের জেনিনে তিনটি পৃথক বোমা হামলায় অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরাইলে বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছে।


কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, জেনিনের দক্ষিণে কাবাতিয়া শহরে ইসরাইলি ড্রোন হামলায় নিহত এক ফিলিস্তিনি ছিলেন, যিনি  ২০২৩ সালের নভেম্বরে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মুক্তি পেয়েছিলেন।

নিহত ওই ব্যক্তির নাম আব্দুল ইসাম আলাওনেহ। তাকে একজন ‘প্রতিরোধ যোদ্ধা’ হিসেবে বর্ণনা করা হয়েছে প্রতিবেদনে। 

দ্য টাইমস অফ ইসরাইলের মতে, পশ্চিম তীরের সবশেষ হামলায় ইসরাইলি নিহত চতুর্থ ফিলিস্তিনি হলেন ২০২৩ সালে ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাওয়া আলাওনেহ। 

প্রসঙ্গত, ২০২৩ সালের নভেম্বরে গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির আওতায় ১০৫ জন জিম্মির বিনিময়ে ইসরাইলি কারাগার থেকে প্রায় ১৫০ জন ফিলিস্তিনি নারী ও কিশোরকে মুক্তি দেওয়া হয়েছিল। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম