Logo
Logo
×

আন্তর্জাতিক

একনজরে আজকের বিশ্ব: ১ ফেব্রুয়ারি, ২০২৫

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৬ পিএম

একনজরে আজকের বিশ্ব: ১ ফেব্রুয়ারি, ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ (শনিবার) ঘটে যাওয়া ঘটনাগুলো চলুন একনজরে জেনে নেই:

ভারতে করমুক্ত আয়সীমা ১২ লাখ রুপি

এবার আয়করে বড় ধরনের ছাড়ের ঘোষণা দিয়েছে ভারত। শনিবার অষ্টমবারের মতো বাজেট পেশ করা হয় দেশটিতে। নতুন কর কাঠামো অনুযায়ী, করমুক্ত আয়সীমা ১২ লাখ রুপি করা হয়েছে। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ১২ লাখ রুপি পর্যন্ত আয়ে কোনো আয়কর দিতে হবে না। মধ্যবিত্তদের দিকে তাকিয়ে আয়কর সংস্কার করা হয়েছে বলে জানান তিনি। সীতারামন আরও বলেছেন, টিসিএস ও টিডিএস সহজতর করার ওপর জোর দেওয়া হয়েছে। মধ্যবিত্তদের ওপর ভরসা রাখছে সরকার। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাকিস্তানে হামলায় ১৮ সেনা নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে অতর্কিত হামলায় আধা-সামরিক বাহিনীর ১৮ সেনা নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও তিনজন। শনিবার নাম গোপন রাখার শর্তে পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মানগোচার শহরের কাছে রাস্তা বন্ধ করে, নিরস্ত্র বলেছেন, সন্ত্রাসীদের হামলায় গাড়িতে থাকা ১৭ জন এবং তাদের বাঁচাতে যাওয়া আরেক সেনা প্রাণ হারান। যে তিনজন আহত হয়েছেন তাদের অবস্থা গুরুতর। এ ছাড়া দুজন ভাগ্যক্রমে সেখান থেকে সরে যেতে সমর্থ হন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ১৮ সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা আরও জানিয়েছে, বেলুচিস্তানে অভিযান চালিয়ে ২৩ সশস্ত্র সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।

খুলে দেওয়া হলো রাফাহ সীমান্ত ক্রসিং

দীর্ঘ ৯ মাস পর খুলে দেওয়া হলো গাজার লাইফ লাইন রাফাহ সীমান্ত ক্রসিং। অবরুদ্ধ অঞ্চলটির অসুস্থ ও আহত ফিলিস্তিনি রোগীদের উন্নত চিকিৎসার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে খুব সহজেই মিসরে যেতে পারবেন ফিলিস্তিনিরা। মিসরীয় টেলিভিশনে দেখানো হয়েছে, একটি ফিলিস্তিনি রেডক্রস অ্যাম্বুলেন্স ক্রসিং গেটের দিকে এগিয়ে আসছে। এ ছাড়াও বেশ কয়েকজন শিশুকে স্ট্রেচারে বের করে মিসরের দিকের অ্যাম্বুলেন্সে স্থানান্তর করা হচ্ছে।

ছয় মার্কিনিকে মুক্তি দিল ভেনিজুয়েলা

ভেনিজুয়েলায় বন্দিদশা থেকে মুক্তি পাওয়া ছয় মার্কিন নাগরিককে নিয়ে দেশে ফিরছেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের দূত রিচার্ড গ্রেনেল। শুক্রবার তিনি এ কথা জানান। এর আগে কারাকাসে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে দেখা করেন গ্রেনেল। শুক্রবার সকালে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, গ্রেনেলের এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য আটক আমেরিকানদের মুক্তি নিশ্চিত করা। এমন এক সময়ে এই পদক্ষেপ নেওয়া হলো যখন ট্রাম্প প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাসন এবং গ্যাং-বিরোধী অভিযান চালাচ্ছে। গ্রেনেল ওই ছয় মার্কিন নাগরিকের নাম উল্লেখ করেননি। তবে অনলাইনে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে তার সঙ্গে বিমানে থাকা ছয় ব্যক্তিকে দেখা যায়। তারা ভেনিজুয়েলার কারাগারের নিয়ম অনুযায়ী হালকা নীল পোশাক পরে ছিলেন। 

বেকারত্ব বাড়ছে জার্মানিতে

জার্মানিতে আশঙ্কাজনকভাবে বাড়ছে বেকারত্বের হার। দেশটির বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পাশাপাশি পণ্য রপ্তানিও কমেছে। এতে সামগ্রিক অর্থনীতির সূচকও নিম্নমুখী। নতুন বছরেও সুখবর নেই জার্মানির শলৎজ প্রশাসনের কাছে। দেশটির কেন্দ্রীয় কর্মসংস্থান সংস্থা বুন্ডেজআগেন্টুয়ার ফুইর আরবাইটের তথ্য বলছে, নতুন বছরের শুরুতেই জার্মানিতে বেড়েছে বেকারত্বের হার। সংস্থাটির পরিসংখ্যান বলছে, বেকারদের সংখ্যা এখন ৩০ লাখের কাছাকাছি। যা গেল কয়েক বছরের তুলনায় কয়েক গুণ বেশি। সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, ২০২৪ সালের জানুয়ারিতে বেকারত্বের সংখ্যা যেখানে ছিল ১ লাখ ৮৭ হাজার, সেখানে এক বছরের ব্যবধানে তা পৌঁছেছে তিন লাখে। বেকারত্বের হারের এই ঊর্ধ্বগতি জার্মানির অর্থনীতির জন্যও অশুভ সংকেত হয়ে দেখা দিয়েছে।

তাইওয়ানের সরকারি প্রতিষ্ঠানে ডিপসিক নিষিদ্ধ 

সরকারি সব প্রতিষ্ঠানে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উৎপাদনকারী কোম্পানি ডিপসিকের সব ধরনের সেবা ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে তাইওয়ান। শুক্রবার তাইওয়ানের ডিজিটাল অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের দাবি, তথ্য নিরাপত্তার জন্য ডিপসিক একটি বড় হুমকি। তাইওয়ান সরকার চীনের প্রযুক্তিগত পণ্যের প্রতি বরাবরই সতর্ক। এর মূল কারণ বেইজিং তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে ও স্বায়ত্তশাসিত এই অঞ্চলটির বিরুদ্ধে সামরিক ও রাজনৈতিক চাপ বাড়িয়েই চলেছে। তাইওয়ানের ডিজিটাল মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ডিপসিকের এআই পরিষেবা একটি চীনা পণ্য, যা আন্তর্জাতিক ডাটা ট্রান্সমিশন ও তথ্য ফাঁসের ঝুঁকি সৃষ্টি করতে পারে। এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ ও এটির ব্যবহার আমাদের তথ্য সুরক্ষায় ঝুঁকি তৈরি করতে পারে।

ইউক্রেনের ঐতিহাসিক ভবনে রাশিয়ার হামলা

ইউক্রেনের ওডেসায় কয়েকটি ঐতিহাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনগুলো। এ ছাড়া অন্তত ৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলাটিকে একটি ‘ইচ্ছাকৃত হামলা’ হিসেবে বর্ণনা করেছেন এবং পুনরায় ইউক্রেনের বিমান প্রতিরক্ষা শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।

বিশ্ববাজারে সোনার দামে নতুন ইতিহাস

প্রথমবারের এক আউন্স সোনার দাম ২ হাজার ৮০০ ডলার স্পর্শ করেছে। আর এতেই বিশ্ববাজারে নতুন ইতিহাস সৃষ্টি করেছে সোনা। বিশ্ববাজারে সোনার এই দাম বাড়ার প্রেক্ষিতে এরই মধ্যে দেশের বাজারেও সোনার দাম বাড়ানো হয়েছে। তবে বিশ্ববাজারে যে হারে বেড়েছে, দেশের বাজারে সেই হারে বাড়েনি। ফলে দেশের বাজারে সোনার দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এবার যুক্তরাষ্ট্রে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, শিশুসহ হতাহত ৬

যুক্তরাষ্ট্রের রাজধানী শহরের পর এবার ফিলাডেলফিয়ায় একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। এতে ওই প্লেনে থাকা ছয় আরোহীর সবাই হতাহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ফিলাডেলফিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত রুজভেল্ট মলের কাছে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির বিমান পরিচালনাকারী সংস্থা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম