Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে করমুক্ত আয়সীমা হলো ১২ লাখ রুপি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১২ পিএম

ভারতে করমুক্ত আয়সীমা হলো ১২ লাখ রুপি

এবার আয়করে বড় ধরনের ছাড়ের ঘোষণা দিয়েছে ভারত। শনিবার অষ্টমবারের মতো বাজেট পেশ করা হয় দেশটিতে। নতুন কর কাঠামো অনুযায়ী, করমুক্ত আয়সীমা ১২ লাখ রুপি করা হয়েছে। এনডিটিভি।

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ১২ লাখ রুপি পর্যন্ত আয়ে কোনো আয়কর দিতে হবে না। মধ্যবিত্তদের দিকে তাকিয়ে আয়কর সংস্কার করা হয়েছে বলে জানান তিনি। সীতারামন আরও বলেছেন, টিসিএস ও টিডিএস সহজতর করার ওপর জোর দেওয়া হয়েছে। মধ্যবিত্তদের ওপর ভরসা রাখছে সরকার। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বাজেট নথিতে বলা হয়েছে, নতুন কর ব্যবস্থায় ৭ লাখ রুপি পর্যন্ত আয়ের ক্ষেত্রে আগে কর দিতে হয় না। এখন তা বাড়িয়ে ১২ লাখ রুপি করার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ ১২ লাখ রুপি পর্যন্ত মোট আয় হলে কোনো কর দিতে হবে না। আর বেতনভোগীদের জন্য ৬০ হাজার রুপির বাড়তি ছাড়সহ এই সীমা ১২ লাখ ৭৫ হাজার রুপি পর্যন্ত নির্ধারিত হয়েছে।

মধ্যবিত্ত শ্রেণির ওপর করের বোঝা কমানোর লক্ষ্যে ভারত সরকার নতুন কর কাঠামো চালু করেছে। এতে তাদের হাতে বেশি অর্থ থাকবে। যা পারিবারিক ব্যয়, সঞ্চয় ও বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে। এবারের বাজেটে আয়কর নিয়ে অনেক প্রত্যাশা ছিল অনেকেরই। সেই প্রত্যাশা পূরণ করে বড় ঘোষণা দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারাম।

এ বিষয়ে তিনি বলেছেন, নতুন যে আয়কর কাঠামোর ঘোষণা করা হলো, তাতে মধ্যবিত্তের ওপর থেকে করের বোঝা অনেকটা কমল। তাদের হাতে বেশি অর্থ থাকবে। আর তার ফলে ঘরোয়া খরচ, সঞ্চয় এবং বিনিয়োগ বাড়বে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম