হ্যারি-মেগান ‘বিচ্ছেদ গুঞ্জনে’র মাঝেই আইনজীবীর দ্বারস্থ অভিনেত্রী
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৩ পিএম
![হ্যারি-মেগান ‘বিচ্ছেদ গুঞ্জনে’র মাঝেই আইনজীবীর দ্বারস্থ অভিনেত্রী](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/01/harry-megan-679e412b50b4d.jpg)
ব্রিটিশ রাজপরিবারের সদস্য ও প্রিন্স হ্যারির স্ত্রী অভিনেত্রী মেগান মার্কেলকে নিয়ে নতুন করে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কিছু গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, মেগান ইতোমধ্যে তার আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেছেন এবং বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে একটি বড় অঙ্কের অর্থ ও রাজকীয় উপাধি ধরে রাখার ইচ্ছা প্রকাশ করেছেন।
ভ্যানিটি ফেয়ার-এর একটি সাম্প্রতিক নিবন্ধেও এমনটাই দাবি করা হয়েছে। যদিও এই দাবিগুলোর সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
বিবাহবিচ্ছেদের সম্ভাবনা ও আর্থিক চুক্তির আলোচনা
প্রতিবেদনে বলা হয়েছে, মেগান তার আইনজীবীদের নির্দেশ দিয়েছেন যে, যদি তাদের বিচ্ছেদ ঘটে, তাহলে তিনি ১৯৯৬ সালে প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে সারাহ ফার্গুসনের বিবাহবিচ্ছেদের শর্ত অনুসারে একটি আর্থিক বন্দোবস্ত চাইবেন।
একজন ঘনিষ্ঠ সূত্র Radar Online-কে জানিয়েছেন, মেগান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, যদি তাদের বিচ্ছেদ হয় তাহলে তিনি রাজকীয় উপাধি, সম্পত্তি ও একটি বড় অঙ্কের অর্থ ছাড়া কোথাও যাবেন না।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মেগান ইতোমধ্যেই ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করছেন এবং হ্যারির সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নিজের জীবন কীভাবে চালাবেন, তা নিয়েও কৌশল নির্ধারণ করছেন।
রাজপরিবারের প্রতিক্রিয়া ও বর্তমান পরিস্থিতি
যদিও ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। তবে রাজপরিবারের বিশেষজ্ঞরা বলছেন, যদি এই গুঞ্জন সত্য হয়, তাহলে এটি ব্রিটিশ রাজপরিবারের জন্য একটি বড় ধাক্কা হবে।
অন্যদিকে কিছু প্রতিবেদনে বলা হয়েছে, হ্যারি ও মেগান তাদের সম্পর্ক আরও দৃঢ় করতে নতুন বছরে একসঙ্গে বেশি সময় কাটানোর পরিকল্পনা করেছেন।
দ্য ইকোনমিক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, তারা তাদের দাম্পত্য জীবন টিকিয়ে রাখতে সচেষ্ট রয়েছেন এবং বিবাহবিচ্ছেদের খবর গুজব ছাড়া আর কিছু নয়।
মেগানের ভবিষ্যৎ পরিকল্পনা
এছাড়া কয়েকদিন আগে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, মেগানের দল ইতোমধ্যে একটি বই প্রকাশের পরিকল্পনা করছে। যেখানে তিনি বিবাহবিচ্ছেদের পরের জীবন নিয়ে তার অভিজ্ঞতা শেয়ার করবেন। তবে এই তথ্যের সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি।
বর্তমানে ব্রিটিশ রাজপরিবারের ঘনিষ্ঠ মহল এবং হ্যারি-মেগানের অনুরাগীরা অপেক্ষা করছেন যে, এই দম্পতির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য আসে কিনা। তবে যতক্ষণ না তারা নিজেরা বিষয়টি স্পষ্ট করছেন, ততক্ষণ গুঞ্জন ও জল্পনা-কল্পনা হয়তো চলতেই থাকবে। সূত্র: জিও নিউজ