Logo
Logo
×

আন্তর্জাতিক

তিন ইসরাইলির বিনিময়ে মুক্তি পেল ১৮৩ ফিলিস্তিনি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২১ পিএম

তিন ইসরাইলির বিনিময়ে মুক্তি পেল ১৮৩ ফিলিস্তিনি

ইসরাইলের কারাগারগুলোয় আটক থাকা ফিলিস্তিনিদের মধ্যে শনিবার ১৮৩ জনকে মুক্তি দেওয়া হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে তাদের মুক্তি দিয়েছে ইসরাইল। খবর আল-জাজিরার

ফিলিস্তিনি বন্দিদের সংবাদমাধ্যম দপ্তর নতুন এক বিবৃতিতে ১৮৩ জনকে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই ১৮৩ ফিলিস্তিনি বন্দির মধ্যে ১৮ জন যাবজ্জীবন কারাভোগ করছিলেন। ৫৪ জনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল। আর বাকি ১১ জনকে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর আটক করা হয়েছিল।

এর আগে বলা হয়েছিল, ইসরাইলের কারাগারগুলো থেকে শনিবার ৯০ জন বন্দিকে মুক্তি দেওয়া হবে। পরে এই সংখ্যা বাড়ানো হয়েছে।

ফিলিস্তিনি বন্দিদের সোসাইটির মুখপাত্র আমানি সারাহনেহ বলেন, তথ্যটি হালনাগাদ করা হয়েছে। শনিবার ১৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করবে ইসরাইল।

গত ১৯ জানুয়ারি থেকে ইসরাইল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম