গাজা পুনর্গঠনে ১০ থেকে ১৫ বছর লাগবে: ট্রাম্পের দূত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১১:১৪ এএম

ছবি: সংগৃহীত
ইসরাইলের দীর্ঘ ১৫ মাসের হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা পুনর্গঠনে সময়ে লাগবে ১০ থেকে ১৫ বছর। উপত্যকাটি পরিদর্শনের পর মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক রাষ্ট্রদূত স্টিভ উইটকফ এ তথ্য জানান।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) গাজা উপত্যকা পরিদর্শন শেষ তিনি এসব কথা বলেন।
স্টিভ উইটকফ অ্যাক্সিওসকে বলেন, ফিলিস্তিনিরা উত্তর গাজায় তাদের ফেলে যাওয়া বাড়িতে ফিরে আসছে এবং তা দেখার পর ফিরে চলে যাচ্ছে। সেখানে পানি নেই এবং বিদ্যুৎ নেই। সেখানে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা আশ্চর্যজনক। ‘
এদিকে গাজায় ২৫০০ শিশু মৃত্যু ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।এছাড়া চিকিৎসার জন্য অবিলম্বে তাদের বিদেশে পাঠানোর দাবি জানান তিনি।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ৪২ ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৭ হাজার ৫০০ জনের কাছাকাছি পৌঁছে গেছে।
এদিকে, গাজায় যুদ্ধবিরতি চললেও অধিকৃত পশ্চিম তীরে চলছে ইসরাইলি অভিযান।জেনিন শরণার্থী শিবির ও তুলকারেম হাসপাতালে বোমা হামলা চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। নিহত হয়েছেন অন্তত দুজন।