নতুন ভূগর্ভস্থ নৌঘাঁটি উন্মোচন ইরানের
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৭:৪৭ পিএম
![নতুন ভূগর্ভস্থ নৌঘাঁটি উন্মোচন ইরানের](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/01/19/Untitled-5-678d0286864ee.jpg)
নতুন একটি ভূগর্ভস্থ নৌঘাঁটি উন্মোচন করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রোববার দেশটির রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শনিবার অজ্ঞাত উপসাগরীয় স্থানে একটি ভূগর্ভস্থ নৌ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে দেশটি। যা সব ধরনের শত্রুর মোকাবিলা করতে সক্ষম।
নৌঘাঁটি উপসাগরের একটি অজ্ঞাত স্থানে ৫০০ মিটার গভীরে নির্মিত একটি কৌশলগত ‘গোপন’ ঘাঁটির অংশ বলে জানা গেছে।খবর স্কাই নিউজের।
রাষ্ট্রীয় টিভিতে দেখানো হয়েছে, বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি এবং নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি ঘাঁটিটি পরিদর্শন করছেন। এই অস্ত্রাগারে দ্রুত আক্রমণকারী জাহাজ এবং অন্যান্য নৌযানের বিশাল বহর রাখা যাবে।
নতুন অস্ত্রাগার পরিদর্শনকালে আইআরজিসি প্রধান বলেছেন, এই স্থাপনাটিতে টর্পেডো লঞ্চিং সিস্টেম এবং মাইন স্থাপনে সক্ষম জাহাজের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক দেশীয়ভাবে তৈরি দ্রুত আক্রমণকারী নৌযানও রয়েছে।
তিনি আরও বলেছেন, ভূগর্ভস্থ নৌ স্থাপনাটি আইআরজিসির নৌবাহিনীর ক্ষমতার একটি ক্ষুদ্র অংশ মাত্র।
মেজর জেনারেল সালামি বলেছেন, আইআরজিসি নৌবাহিনী অব্যাহতভাবে তার যুদ্ধপ্রস্তুতি এবং প্রতিরক্ষা ক্ষমতা বাড়িয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন, ক্ষেপণাস্ত্র সজ্জিত জাহাজ ইরানের সার্বভৌমত্ব এবং সামুদ্রিক সীমান্ত রক্ষার জন্য বর্তমানে পারস্য উপসাগরের জলসীমায় টহল দিচ্ছে। দেশীয়ভাবে তৈরি উন্নত এসব জাহাজ যুদ্ধক্ষমতা বাড়িয়ে দিয়েছে এবং আইআরজিসি সবসময় যুদ্ধপ্রস্তুতি বাড়িয়ে চলেছে।
আইআরজিসি প্রধান কমান্ডার উল্লেখ করেছেন, এই জাহাজ এবং ক্ষেপণাস্ত্র লঞ্চার ছাড়াও পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালির দ্বীপপুঞ্জ ও উপক‚লে অন্যান্য ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম নানা ধরনের মিশন পরিচালনার জন্য প্রস্তুত।
রয়টার্স বলেছে, ইরানের নেতারা উদ্বিগ্ন যে ট্রাম্প তার সর্বোচ্চ চাপ নীতির মাধ্যমে দেশটির তেল শিল্পের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কঠোর করার সময় ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ইরানের পারমাণবিক সাইটগুলোতে আঘাত করার ক্ষমতা দিতে পারেন।
এই শঙ্কা থেকেই মূলত নিজেদের শক্তি জানান দিচ্ছে ইরান। এই মাসের শুরুর দিকে ইরান সামরিক মহড়াও শুরু করেছে।