Logo
Logo
×

আন্তর্জাতিক

প্রথম ধাপে মুক্তি পাবেন কারা, তালিকা প্রকাশ করল হামাস

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৩:১৩ পিএম

প্রথম ধাপে মুক্তি পাবেন কারা, তালিকা প্রকাশ করল হামাস

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি প্রথম দিনে যে ৩ বন্দিকে মুক্তি দেওয়া হবে তাদের নাম প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতকামী সংগঠন হামাস।  সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া পোস্টে হামাসের একজন মুখপাত্র এ কথা বলেন। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। 

প্রতিবেদনে বলা হয়েছে, হামাস বন্দিদের নাম প্রকাশের ফলে এক ঘন্টা বিলম্বের পর যুদ্ধবিরতি শুরু হওয়ার পথ পরিষ্কার হয়েছে।

হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা বলেন, ‘বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে আমরা আজ রোমি গোনেন (২৪), এমিলি দামারি (২৮) এবং ডোরন শাতানবার খাইর ( ৩১)-কে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ’

বিবৃতিতে ফিলিস্তিনি সংগঠনটি আরও বলেছে, ‘তারা গাজায় আটক তিন জিম্মির নাম মধ্যস্থতাকারীদের কাছে হস্তান্তর করেছে, যাদের আজ মুক্তি দেওয়া হবে।’

এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস যেসব জিম্মিদের প্রথম দিন মুক্তি দেবে তাদের তালিকা পেয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার (১৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় হামাস ও ইসরাইল। আজ রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হওয়ার কথা ছিল।

তবে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে যেসব জিম্মিদের মুক্তি দেওয়া হবে, তাদের নামের তালিকা না দেওয়া পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি শুরু হবে না বলে জানান ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

রোববার বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছেন, যতক্ষণ না হামাস মুক্তি দিতে চাওয়া জিম্মিদের তালিকা দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি শুরু হবে না।  স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম