Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে হামলা চলবে, হুঁশিয়ারি হুথির

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৩:০২ পিএম

ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে হামলা চলবে, হুঁশিয়ারি হুথির

ইয়েমেনের হুথিদের নেতা আব্দুল মালিক আল-হুথি। ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তিতে সম্মত হয়েছে ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে ইসরাইল যদি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে তাহলে তাদের ওপর হামলা অব্যাহত রাখবে বলে হুঁশিয়ারি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

গাজায় ১৫ মাস ধরে চলা সহিংসতার পর যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে হামাস ও ইসরাইল। এই চুক্তিটি আগামী রোববার (১৯ জানুয়ারি) থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। 

যুদ্ধবিরতি চুক্তির প্রতিক্রিয়ায় ইরান-সমর্থিত ইয়েমেনের হুথিদের নেতা আব্দুল মালিক আল-হুথি বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বলেছেন, তার বাহিনী গাজায় ১৫ মাস ধরে চলমান যুদ্ধ শেষ করার লক্ষ্যে ইসরাইল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ করবে। যদি তা লঙ্ঘিত হয় তবে তাদের হামলা অব্যাহত থাকবে। 

গাজা যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে ইয়েমেনের উপকূলের কাছে জলসীমায় ইসরাইল ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে হুথিরা।  দীর্ঘদিন ধরেই তারা বলে আসছে, ইসরাইল গাজায় যুদ্ধ বন্ধ করলে তারা তাদের হামলা বন্ধ করবে। 

সশস্ত্র গোষ্ঠীটি  উত্তরে শত শত কিলোমিটার দূরে ইসরাইলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাও চালিয়েছে। ইসরাইলও বেশ কয়েকবার হুথিদের লক্ষ্য করে ইয়েমেনে হামলা চালিয়েছে। সম্প্রতি গত সপ্তাহে ইসরাইলের যুদ্ধবিমান ইয়েমেনের দুটি বন্দর এবং একটি বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে।

এছাড়া লোহিত সাগরে বাণিজ্য রক্ষার জন্য যুক্তরাষ্ট্র ২০২৩ সালের হুথিদের দমনে একটি বহুজাতিক অভিযান শুরু করে এবং অস্ত্র সংরক্ষণের সুবিধা লক্ষ্য করে হুথিদের শক্ত ঘাঁটিতে বারবার বিমান হামলা চালিয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম