Logo
Logo
×

আন্তর্জাতিক

ইয়েমেনের কেন্দ্রীয় বিদ্যুৎকেন্দ্রে ইসরাইলের বিমান হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১০:১১ এএম

ইয়েমেনের কেন্দ্রীয় বিদ্যুৎকেন্দ্রে ইসরাইলের বিমান হামলা

ছবি: সংগৃহীত

ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির পশ্চিম উপকূলে বিমান হামলা চালিয়েছে ইসরাইল।  শুক্রবার (১০ জানুয়ারি) ইসরাইলি সেনাবাহিনীর এ হামলায় দেশটির কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।  খবর আলজাজিরার। 

রাজধানী সানা ছাড়াও ইয়েমেনের পশ্চিম উপকূলেও হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী।  গুরুত্বপূর্ণ বন্দর নগরী হোদেইদাহতেই অন্তত ছয়বার বিমান হামলা চালানো হয়।  এছাড়া বেশ কয়েকটি সামরিক স্থাপণা লক্ষ্য করেও চালানো হয় হামলা।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে আগ্রাসনের দায়ে হুথিরা চড়া মূল্য দিচ্ছে। তাদের বিরুদ্ধে ইসরাইলি অভিযান অব্যাহত থাকবে।

বিদ্রোহী গোষ্ঠী হুথিদের পরিচালিত টেলিভিশন চ্যানেল আল-মাশিরাহ বলেছে, শুক্রবার রাজধানী সানার হেজিয়াজের প্রধান বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে ১৩ বার বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। সানহান জেলার হেজিয়াজ বিদ্যুৎকেন্দ্রে হামলায় একজন কর্মীসহ তিন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এছাড়া সেখানকার কয়েকটি বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

 একটি ব্রিটিশ নৌ নিরাপত্তা সংস্থা জানায়, হুথি নিয়ন্ত্রিত বন্দর রাস ইসাতে ইয়েমেনের প্রধান তেল রপ্তানি টার্মিনালেও হামলা চালিয়েছে ইসরাইলিরা।

এদিকে শুক্রবারসহ গেল ৪৮ ঘণ্টায় লোহিত সাগরের দক্ষিণে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানবাহী জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে হুথি বিদ্রোহী। 

সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, এই জাহাজটি থেকে হুথিদের লক্ষ্য করে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল যুক্তরাষ্ট্র। তবে তাদের বাহিনীর হামলায় যুদ্ধজাহাজ নিয়ে পিছু হঠতে বাধ্য হয় তারা।

২০২৩ সালে হামাস ইসরাইল সংঘাত শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরাইলিদের ওপর হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম