Logo
Logo
×

আন্তর্জাতিক

রুশ জাহাজ থেকে কৃষ্ণসাগরে ছড়াচ্ছে তেল, উদ্বিগ্ন পুতিন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০১:৫৭ পিএম

রুশ জাহাজ থেকে কৃষ্ণসাগরে ছড়াচ্ছে তেল, উদ্বিগ্ন পুতিন

ছবি: সংগৃহীত

কৃষ্ণ সাগরে দুটি তেলবাহী জাহাজ ভেঙে তেল ছড়িয়ে পড়ার ঘটনায় জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের অপর্যাপ্ত প্রতিক্রিয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  সেইসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই ঘটনার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণের প্রচেষ্টা ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন তিনি।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ১৫ ডিসেম্বর দুটি রুশ তেল ট্যাংকার কের্চ প্রণালীর দক্ষিণে একটি ঝড়ের কবলে পড়ে।  এতে  

‘ভলগোনেফ্ট-২১২’ নামের তেলবাহী জাহাজটি ভেঙে দুই টুকরো হয়ে ডুবে যায় আর এক ক্রু সদস্যের মৃত্যু হয়।  জাহাজটিতে প্রায় ৪৯০০ টন মাজুট নামের ভারী ও নিম্নমানের তেলজাতীয় পণ্য ছিল।  সেগুলো কৃষ্ণসাগরে ছড়িয়ে পড়ে। 

আরেক জাহাজ ‘ভলগোনেফ্ট-২৩৯’ ও ক্ষয়ক্ষতির শিকার হয়।  এটি কয়েক ঘন্টা ধরে সাগরে ভেসে থাকে এবং ক্রাসনোদার ক্রাইয়ের তামান বন্দরের কাছে আটকে যায়।  সেখানে গিয়ে তেল সাগরে ছড়িয়ে পড়ে। 

পুতিন এই সমস্যা সমাধানের ওপর জোর দিয়েছেন এবং বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী আলেকজান্ডার কুরেনকভের কাছ থেকে একটি বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন এবং তেল পড়ার প্রভাব কমাতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

পুতিন এ ঘটনাকে সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার মুখোমুখি হওয়া ‘সবচেয়ে গুরুতর পরিবেশগত চ্যালেঞ্জগুলির মধ্যে একটি’ হিসাবে বর্ণনা করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই ঘটনার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণের প্রচেষ্টা ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন।

সংকট মোকাবিলায় এবং সমুদ্রে তেল পড়ার পরিণতি দূর করতে এবং এর পরিবেশগত প্রভাব প্রশমিত করতে একটি জরুরি টাস্ক ফোর্স গঠনেরও নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম