Logo
Logo
×

আন্তর্জাতিক

লস অ্যাঞ্জেলেসে দাবানল

আগুন ছাড়িয়েছে ১৩ হাজার একর এলাকায়, ধ্বংস ৫ হাজার অবকাঠামো

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৯:৪৬ এএম

আগুন ছাড়িয়েছে ১৩ হাজার একর এলাকায়, ধ্বংস ৫ হাজার অবকাঠামো

ছবি: সংগৃহীত

ইতিহাসের ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহরটি। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পর্যন্ত সেখানে ছয়টি আলাদা দাবানল সৃষ্টি হয়েছে। ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে প্রচণ্ডগতিতে বয়ে চলা ঝড়। ঝড়ো বাতাসে হুহু করে ছড়িয়ে পড়ছে আগুন।  এখন পর্যন্ত ১৩ হাজার ৬০৯ একরেরও বেশি জায়গাজুড়ে আগুন ছড়িয়ে গেছে।  ধ্বংস হয়ে গেছে প্রায় ৫ হাজার অবকাঠামো।  আর ক্ষতি হয়েছে ৫০ বিলিয়ন ডলারের সম্পদের। 

শুক্রবার (১০ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ আপডেটে এ তথ্য জানা যায়। 

লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের প্রধান ডেপুটি ইমার্জেন্সি অপারেশনসের জন ও'ব্রায়ান ঘটনাস্থল থেকে জানান, আগুন ১৩ হাজার ৬০৯ একরেরও বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে।  এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।  প্রায় ৫ হাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। 

তিনি আরও বলেন, আগুন নেভানোর সময় বেশ কয়েকজন অগ্নিনির্বাপককর্মী আহত হয়েছেন।

আলাদা ছয়টি দাবানলের মধ্যে তিনটি নিয়ন্ত্রণের পুরোপুরি বাইরে চলে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রাণে বাঁচতে লস অ্যাঞ্জেলেসের ১ লাখ ৭৯ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। বিভিন্ন এলাকায় গড়ে তোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজনে সময় আরও বাড়ানো হতে পারে।

দাবানল ছড়িয়ে পড়া এলাকাগুলোর মধ্যে আগুনের সবচেয়ে ভয়াবহ রূপ দেখা গেছে অভিজাত এলাকা প্যাসিফিক প্যালিসেইডসে। সেখানে ১৫ হাজার ৮৩২ একর এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে আগুন। এই এলাকার একটি বাড়িতে ১৯৭৯ সাল থেকে বসবাস করে আসছেন হলিউডের তারকা অভিনেতা বিলি ক্রিস্টাল। আগুনে সেটিও পুড়ে গেছে। আগুন ছড়িয়েছে হলিউড হিলসেও।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম