Logo
Logo
×

আন্তর্জাতিক

নেপালে ৭.১ মাত্রার ভূমিকম্পের পর ৪০ মিনিটে ৫ আফটার শক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১০:০৫ এএম

নেপালে ৭.১ মাত্রার ভূমিকম্পের পর ৪০ মিনিটে ৫ আফটার শক

প্রতীকী ছবি।

শক্তিশালী ৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল।  মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে আঘাত হানা এই ভূমিকম্পের পর প্রায় ৪০ মিনিটে একই উৎপত্তিস্থলে আরও ৫টি আফটার শক (পরাঘাত) অনুভূত হয়েছে।

শক্তিশালী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালের লেবুচি থেকে ৯৩ কিলোমিটার উত্তর পশ্চিমে। 

এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, শক্তিশালী ওই ভূমিকম্পের পর পরবর্তী প্রায় ৪০ মিনিটে একই উৎপত্তিস্থলে আরও ৫টি আফটার শক (পরাঘাত) অনুভূত হয়েছে। যেগুলোর মাত্রা রিখটার স্কেলে ৫ এর বেশি বা এর কাছাকাছি।

৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটির পর প্রথম আফটার শক আঘাত হানে ৭টা ১৩ মিনিটে, যার মাত্রা ছিল ৫.১।  এরপর ৭টা ২৪ মিনিটে ৫ মাত্রার, ৭টা ৩২ মিনিটে ৪.৮ মাত্রার, ৭টা ৩৭ মিনিটে ৪.৯ মাত্রার এবং ৭টা ৪৩ মিনিটে ৪.৯ মাত্রার আরেকটি আফটার শক আঘাত হানে।

সকালের শক্তিশালী ভূমিকম্পটি ভূমিকম্পটি বাংলাদেশ, ভারত, ভুটান এবং চীনেও অনুভূত হয়েছে।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম