
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০৩:১৩ পিএম
২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় গাজায় দুই সাংবাদিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১১:১৫ এএম

আরও পড়ুন
গাজার আল-জাওয়াইদা নিজ বাড়িতে ইসরাইলি বোমা হামলায় নিহত হয়েছেন ওমর আল-দিরাউই নামের এক সাংবাদিক। গত ২৪ ঘণ্টায় উপত্যকায় নিহত দ্বিতীয় গণমাধ্যমকর্মী তিনি।
শুক্রবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।
ফিলিস্তিনি মিডিয়া সেন্টার জানিয়েছে, ইসরাইলি সামরিক বাহিনী মধ্য গাজার আজ-জাওয়াইদা এলাকায় বোমা হামলা চালালে সাংবাদিক ওমর আল-দিরাউই রাতে নিহত হন। এর আগে বৃহস্পতিবার ইসরাইলি হামলায় ফটোগ্রাফার হাসান আল-কিশাউইয় মারা যান।
বাড়ি-ঘর ধ্বংস হওয়ায় গাজা উপত্যকার ২৩ লাখ জনসংখ্যার বেশিরভাগ মানুষই এখন উদ্বাস্তু। বাস্তচ্যুত মানুষরা ক্ষুধা ও দুর্ভিক্ষের সাথে লড়াই করে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করছেন তারা। গাজাবাসীর মর্মান্তিক এ পরিস্থিতিতেও নিরলস বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরাইল।
এমন পরিস্থিতিতে গাজা থেকে সংবাদ সংগ্রহ ও তা প্রচার করা একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু এরপরও সংবাদের খোঁজে নিরন্তর লড়াই করে যাচ্ছে ফিলিস্তিনি সাংবাদিকরা।
আল জাজিরার প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় কমপক্ষে ২১৭ সাংবাদিক ও সংবাদ কর্মী নিহত হয়েছেন।
যুদ্ধবিরতি আলোচনা বারবার ভেস্তে যাওয়ায় গাজা যুদ্ধ এরইমধ্যে ১৫তম মাসে প্রবেশ করেছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় কমপক্ষে ৭১ জন নিহত হয়েছেন। এসময় ফিলিস্তিনজুড়ে ৩৪টি বিমান হামলা চালিয়েছে ইসরাইল।