Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার তীব্র সমালোচনায় মুখর ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৫:০৮ পিএম

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার তীব্র সমালোচনায় মুখর ট্রাম্প

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার তার দেশের নেতৃত্ব, নিরাপত্তা ব্যবস্থা এবং সীমান্ত নীতির কঠোর সমালোচনা করেছেন। নিউ অরলিন্সে প্রাণঘাতী হামলাসহ সাম্প্রতিক সহিংস ঘটনাগুলোর পর তিনি এসব কথা বলেন।

নিউ অরলিন্সে স্থানীয় সময় বুধবার সকালে একটি ট্রাক হামলায় ১৫ জন নিহত এবং ৩৫ জন আহত হন। অন্যদিকে লাস ভেগাসের ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে একটি টেসলা সাইবারট্রাক বিস্ফোরণে একজন নিহত হন।

এরপরই ট্রাম্প ‘ওপেন বর্ডারস’ এবং ‘দুর্বল ও অকার্যকর নেতৃত্ব’র জন্য সরকারের তীব্র সমালোচনা করেন। 

তিনি সামাজিক মাধ্যম Truth Social-এ লেখেন, ‘আমাদের দেশ একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সারা বিশ্বে হাস্যকর হয়ে উঠেছে! এটা তখনই হয়, যখন আপনার ওপেন বর্ডার থাকে এবং কার্যত কোনো নেতৃত্ব না থাকে’।

ট্রাম্প এ সময় তার দেশের বিচার বিভাগ, এফবিআই এবং ডেমোক্র্যাটিক প্রসিকিউটরদেরও আক্রমণ করেন। তাদের ‘অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত’ আখ্যা দিয়ে তিনি বলেন, তারা জননিরাপত্তার পরিবর্তে তাকেই লক্ষ্যবস্তু করছেন’।

ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র ভেঙে পড়ছে- আমাদের দেশজুড়ে নিরাপত্তা, জাতীয় সুরক্ষা এবং গণতন্ত্রের সহিংস অবক্ষয় হচ্ছে’।

 সেই সঙ্গে তিনি সিআইএ-এর হস্তক্ষেপের আহ্বান জানান এবং তার নেতৃত্বে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।

ট্রাম্প বলেন, ‘২০ জানুয়ারি দেখা হবে। আমেরিকাকে আবার মহান করে তুলুন!’ সূত্র: আনাদোলু এজেন্সি

ঘটনাপ্রবাহ: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম