নববর্ষে জার্মানিতে আতশবাজি ফোটাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০১:০৫ পিএম
নববর্ষ উদযাপন করতে গিয়ে আতসবাজি থেকে আগুন লেগে জার্মানির বিভিন্ন জায়গায় চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে দেশজুড়ে ব্যস্ত থাকতে হয় দমকলকর্মী ও পুলিশদের। বিশেষত বার্লিনসহ বেশ কয়েকটি জায়গায় আগুন নেভাতে গিয়ে আহত হন দমকলকর্মীরা। বার্লিনের এক দমকলকর্মীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার সার্জারি করতে হয়েছে।
বার্লিনের ইউনিভার্সিটি হাসপাতাল জানিয়েছে, ৮ জনকে ভর্তি করার পর ভোরের দিকে আরও ৭ জনকে ভর্তি করা হয়েছে। আতসবাজি নিষিদ্ধ থাকা সত্ত্বেও বার্লিনের সিটি সেন্টারে কেউ কেউ আতসবাজি ফাটানোর চেষ্টা করেন। পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৩২০ জনকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন বার্লিন পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান নাথ।
লাইপজিগে ৫০ জনের একটি দল দমকলকর্মীদের উপর আক্রমণ চালায়। হামবুর্গ ও কোলনেও পুলিশ এবং দমকলকর্মীদের আক্রমণের ঘটনা ঘটে। কোলন পুলিশ জানায়, সেখানে দুজন অফিসার আহত হয়েছেন।
সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে নইভিড শহরে। আতসবাজি থেকে একটি কাঠের গুদামে আগুন লেগে তা আশপাশের বাড়িগুলোতেও ছড়িয়ে পড়ে। দমকলকর্মীরা দ্রুত পদক্ষেপ নিয়ে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেন। পুলিশ জানিয়েছে, বেআইনি আতসবাজি এবং সঠিক নিরাপত্তার অভাবেই এসব দুর্ঘটনা ঘটেছে।