মনমোহনের মৃত্যুতে ৭ দিন রাজনৈতিক কার্যক্রম বাতিল করল কংগ্রেস
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৩৮ পিএম
![মনমোহনের মৃত্যুতে ৭ দিন রাজনৈতিক কার্যক্রম বাতিল করল কংগ্রেস](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/12/27/ezgif-7-59a5ee4212-676e4b5ce730e.jpg)
সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে আগামী ৭ দিন প্রতিষ্ঠা দিবস উদযাপনসহ সবধরনের রাজনৈতিক কার্যক্রম বাতিল করেছে কংগ্রেস। আজ শুক্রবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও বাসভবনে মনমোহন সিংকে শ্রদ্ধা জানাতে পৌঁছান। উপস্থিত ছিলেন কংগ্রেস শীর্ষ নেতারা।
কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল বলেন, পার্টির কর্মসূচি নতুন বছরের ৩ জানুয়ারি থেকে আবার শুরু হবে। শোকের এই সময়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য হিন্দু।
এছাড়া শুক্রবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে,
৯২ বছর বয়সে মৃত্যুবরণ করা মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। এই এক সপ্তাহ দেশের সমস্ত সরকারি প্রতিষ্ঠানে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। পাশাপাশি সরকারি স্তরে কোনও বিনোদন অনুষ্ঠান হবে না।
শনিবার প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর দেহ নিয়ে যাওয়া হবে দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে।সেখানে রাজনৈতিক নেতা থেকে শুরু করে অনুগামী এবং দলের সমর্থকরা তাকে শ্রদ্ধা জানাতে পারবেন। একইদিনে রাজঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ ক্ষমতায় আসার পর ২০০৪ ও ২০০৯ সালে পরপর দুইবার প্রধানমন্ত্রী হন মনমোহন সিং। তার আগে ১৯৯১ সালে সেসময়ের কংগ্রেস প্রধানমন্ত্রী নরসিমহা রাওয়ের সময় মনমোহন সিং ছিলেন ভারতের অর্থমন্ত্রী। তখন দেশের আর্থিক অবস্থা চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল। মনমোহন কোটা-লাইসেন্সরাজ শেষ করে উদার অর্থনীতির পথে দেশকে নিয়ে আসেন। তারপর ভারতীয় অর্থনীতিকে আর ফিরে তাকাতে হয়নি।