Logo
Logo
×

আন্তর্জাতিক

সিরিয়ায় স্থিতি আনতে কী আলোচনা হলো এরদোগান-পেজেশকিয়ানের মধ্যে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০৩:৩২ পিএম

সিরিয়ায় স্থিতি আনতে কী আলোচনা হলো এরদোগান-পেজেশকিয়ানের মধ্যে

ছবি: সংগৃহীত

ডি-৮ অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশনের সমাবেশ বা ডেভেলপিং-৮ সমাবেশে যোগ দিতে মিশরের কায়রোতে অবস্থান করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। বৃহস্পতিবার ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে সিরিয়ায় স্থিতিশীলতা নিশ্চিতের পক্ষে জোর দিয়েছেন এরদোগান।

পেজেশকিয়ানের সঙ্গে এরদোগানের আলোচনার বিষয়বস্তু নিয়ে তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশন ডিরেক্টরেট বলেন, ‘প্রেসিডেন্ট এরদোয়ান উল্লেখ করেছেন- সিরিয়ার স্থিতিশীলতা সমগ্র অঞ্চলের স্থিতিশীলতা এবং নিরাপত্তার কাজ করবে। আর সিরিয়ার দ্রুত পুনরুদ্ধার সব আঞ্চলিক ও আন্তর্জাতিক নেতাদের অবদানের মাধ্যমে অর্জিত হতে পারে।’

এরদোগান সিরিয়ার পুনর্মিলন এবং দেশের ‘আঞ্চলিক অখণ্ডতা ও ঐক্য’ পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তিনি সন্ত্রাসমুক্ত একটি সিরিয়া প্রতিষ্ঠার জন্য আশাবাদ ব্যক্ত করেছেন। যেখানে সব ধর্মীয় সম্প্রদায় এবং জাতিগত গোষ্ঠী শান্তিতে পাশাপাশি বসবাস করতে পারবে। সেই সঙ্গে এরদোগান এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য তুর্কি-ইরান সম্পর্কও গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন।

অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, ভবিষ্যৎ সরকারে সব (সিরিয়ান) গোষ্ঠীর অংশগ্রহণ ও বিভিন্ন বিশ্বাস ও ধর্মের প্রতি শ্রদ্ধার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তিনি গত ১৪ মাসেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে বিশেষ করে গাজা এবং দক্ষিণ লেবানন এবং এখন... সিরিয়ায়, ইসরাইলের ব্যাপক হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে জানান।

এ ব্যাপারে এরদোগানকে পেজেশকিয়ান বলেন, ‘এটা আমাদের ধর্মীয়, আইনগত এবং মানবিক দায়িত্ব; সংঘাতপূর্ণ অঞ্চলে যারা ভুগছেন তাদের আরও ক্ষতি প্রতিরোধ করা।’

ঘটনাপ্রবাহ: সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের পতন


আরও পড়ুন

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম