Logo
Logo
×

আন্তর্জাতিক

মরুর দেশে বরফ!

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:৪৮ পিএম

মরুর দেশে বরফ!

অভূতপূর্ব শৈত্যপ্রবাহে জমে যাচ্ছে মরুর দেশ সৌদি আরব। চলতি সপ্তাহে শুরু হওয়া শৈত্যপ্রবাহে ২১ লাখ ৪৯ হাজার ৬৯০ বর্গকিলোমিটার আয়তনের এই দেশটির অনেক স্থানে তাপমাত্রা নেমে গেছে শূন্য ডিগ্রির নিচে (মাইনাস ৩ ডিগ্রি)। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এরই মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, রাতে মাটির ওপর বোতল থেকে পানি ঢালা হচ্ছে। সেই পানি মাটিতে পড়ামাত্র বরফ হয়ে যাচ্ছে। সৌদির আল জৌফ প্রদেশের তাবারজাল জেলায় ইতিহাসে এই প্রথমবার পানি জমে বরফে পরিণত হচ্ছে বলে জানা গেছে। গালফ নিউজ। 

সৌদি সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, তাপমাত্রা সবচেয়ে হ্রাস পেয়েছে দেশটির উত্তর সীমান্ত প্রদেশের তুরাইফ জেলায়। বর্তমানে সেখানকার তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস। 

এ ছাড়া আল কুরায়ায়াত ও আল জৌফে মাইনাস ১ ডিগ্রি, রাফহায় শূন্য ডিগ্রি, আরারে ২ ডিগ্রি, হাফার আল বাতেনে ৩ ডিগ্রি, তাবুক এবং হাইলে ৪ ডিগ্রি, বুরাইদাহতে ৬ ডিগ্রি, রাজধানী রিয়াদ এবং আবহায় ৮ ডিগ্রি এবং সমুদ্র উপক‚লবর্তী শহর দাম্মাম, আল আহসা, জেদ্দা ও তায়েফে ৯ ডিগ্রিতে নেমে গেছে তাপমাত্রা। 

সৌদির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজির সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল থেকে বয়ে আসা শীতল বায়ুর প্রভাবে অভ‚তপূর্ব এ শৈত্যপ্রবাহ দেখা দিয়েছে। 

জলবায়ুর পরিবর্তনে বিশ্বব্যাপী আবহাওয়া ও জলবায়ুর ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে। আকস্মিকভাবে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। ফলে আগাম বার্তা না পাওয়ায় মৃতের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি বাড়ছে ক্ষয়ক্ষতি। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম