Logo
Logo
×

আন্তর্জাতিক

হামাসের সঙ্গে ‘বন্দি বিনিময়’ চুক্তি নিয়ে যে তথ্য দিলেন কাৎজ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৭:২৪ পিএম

হামাসের সঙ্গে ‘বন্দি বিনিময়’ চুক্তি নিয়ে যে তথ্য দিলেন কাৎজ

ইসরাইলের প্রতিরক্ষা ও যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা আগের যেকোনো সময়ের তুলনায় ‘বেশি অগ্রসর’ হয়েছে।

সোমবার ইসরাইলের পার্লামেন্ট নেসেটে পররাষ্ট্র ও যুদ্ধ বিষয়ক কমিটির সভায় কাৎজ বলেন, ‘আমরা আরেকটি বন্দি বিনিময়ের চুক্তির সবচেয়ে কাছাকাছি আছি’।

কমিটির সভায় আলোচনার বিষয়টি সংবেদনশীল হওয়ায় এটি নিয়ে প্রকাশ্যে বেশি কিছু জানায়নি ইসরাইলি গণমাধ্যম টাইমস অব ইসরাইল।

তবে এই চুক্তির প্রস্তাব ইসরাইলি কোয়ালিশনের বেশিরভাগের সমর্থন পাবে বলেও আশা প্রকাশ করেন কাৎজ।

চুক্তির মূল বিষয়:

চুক্তিতে হামাসের হাতে থাকা বন্দিদের মুক্তি এবং গাজা যুদ্ধবিরতির সম্ভাব্য ধারা থাকলেও, কাৎজ জানান, এটি উন্মুক্ত যুদ্ধবিরতির শর্ত অন্তর্ভুক্ত করবে না।

পাশাপাশি আলোচনার সময় হামাসের পক্ষ থেকে নমনীয়তার ইঙ্গিতও দিয়েছেন কাৎজ।

এদিকে হামাসের সঙ্গে এই আলোচনার ফলাফল গাজায় চলমান সংঘাতের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্র: মেহের নিউজ এজেন্সি

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম