Logo
Logo
×

আন্তর্জাতিক

৭ মাসের শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৫:১০ পিএম

৭ মাসের শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ

ভারতের কলকাতার ফুটপাথে ৭ মাসের শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। 

কলকাতার বড়তলা থানা এলাকার এ ঘটনায় অভিযুক্তকে খুঁজতে মাঠে নেমেছে পুলিশ। আরজি কর মেডিকেল কলেজে চিকিৎসা চলছে শিশুটির। তার গোপনাঙ্গে ক্ষতচিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গত ৩০ নভেম্বর বড়তলা থানা এলাকায় বাড়ির সামনে একটি শিশুকে কাঁদতে দেখেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করেন তিনি। 

ওই বাড়ি থেকে কয়েকশ মিটার দূরে ফুটপাথের বাসিন্দা এক দম্পতি তাদের ৭ মাসের কন্যা সন্তানকে তখন হন্যে হয়ে খুঁজছেন। মেয়েকে না পেয়ে তারা পৌঁছে গিয়েছেন থানায়। তারই মধ্যে ফুটপাতে এক শিশুকন্যা পড়ে রয়েছে খবর পেয়ে ছুটে যায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় সেটি ওই দম্পতিরই কন্যা।

এরপর চিকিৎসার জন্য মেয়েটিকে ভর্তি করা হয় আরজি কর হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা জানান, শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়েছে। তার গোপনাঙ্গে ক্ষতচিহ্ন পাওয়া গেছে। আঘাতের চিহ্ন রয়েছে শরীরের একাধিক জায়গায়। 

এ ঘটনায় পকসো আইনের ৬ নম্বর ধারায় মামলা করেছে পুলিশ। কে বা কারা শিশু কন্যাটিকে অপহরণ করেছিল তা জানতে সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম