Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলের সব কর্মকর্তার বিচার দাবি খামেনির

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৯:২২ পিএম

ইসরাইলের সব কর্মকর্তার বিচার দাবি খামেনির

দখলদার ইসরাইলের সব রাজনৈতিক ও সামরিক কর্মকর্তার বিরুদ্ধে তাদের অপরাধের জন্য বিচার দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

তিনি শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে হিব্রু ভাষায় দেওয়া এক পোস্টে এ দাবি করেন।

খামেনি তার পোস্টে উল্লেখ করেন, ‘সন্ত্রাসী জায়োনিস্ট গ্যাংয়ের সব রাজনৈতিক ও সামরিক নেতার বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু করা উচিত’।

গত ২১ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তাদের বিরুদ্ধে গাজায় ১৩ মাসব্যাপী যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।

এই পরোয়ানায় বলা হয়েছে, নিতানিয়াহু ও গ্যালান্ট গাজায় মানবিক সহায়তা সীমিত করে ‘যুদ্ধের একটি পদ্ধতি হিসেবে অনাহার বা ক্ষুধাকে ব্যবহার’ করেছেন এবং ইচ্ছাকৃতভাবে গাজায় সাধারণ জনগণকে লক্ষ্য করে আক্রমণ করেছেন।

ইসরাইল গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজার সমস্ত অঞ্চলে বর্বরোচিত যুদ্ধ শুরু করে। 

ইসরাইল গাজায় ২০ লাখেরও বেশি ফিলিস্তিনি নাগরিকের জন্য খাবার, পানি, বিদ্যুৎ এবং জ্বালানি বন্ধ করে একটি কঠোর অবরোধ আরোপ করেছে। 

সেইসঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে চালানো অব্যাহত আগ্রাসনে এ পর্যন্ত উপত্যকাটিতে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ছাড়িয়েছে। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। 

অব্যাহত বোমা বর্ষণে গাজা একপ্রকার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও হাজার হাজার মানুষ আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি

ঘটনাপ্রবাহ: ইরান ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম