Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়ার হুঁশিয়ারি

ইউক্রেনে সিউলের অস্ত্র সরবরাহের পরিণতি ভয়াবহ হবে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৩০ পিএম

ইউক্রেনে সিউলের অস্ত্র সরবরাহের পরিণতি ভয়াবহ হবে

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুদেনকো বলেছেন, ইউক্রেনে অস্ত্র সরবরাহ করলে দক্ষিণ কোরিয়া ও রাশিয়ার মধ্যে সম্পর্ক সম্পূর্ণভাবে ধ্বংস হবে। 

সেই সঙ্গে রাশিয়া এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে সম্ভাব্য সব উপায়ে প্রতিক্রিয়া জানাবে বলেও সতর্ক করেন তিনি।

রুদেনকোর ভাষায়, দক্ষিণ কোরিয়ার উচিত এটি উপলব্ধি করা যে, তাদের সরবরাহকৃত অস্ত্র রুশ নাগরিকদের হত্যা করতে ব্যবহৃত হলে তা আমাদের দুই দেশের সম্পর্ক পুরোপুরি নষ্ট করবে। সেক্ষেত্রে আমরা যেভাবে প্রয়োজন মনে করব, সেইভাবে প্রতিক্রিয়া জানাব। যা দক্ষিণ কোরিয়ার নিরাপত্তাকে হুমিকির মুখে ফেলবে।

রাশিয়ান কূটনীতিক দক্ষিণ কোরিয়ার প্রশাসনকে পরামর্শ দিয়েছেন, যেন তারা এমন ‘বেপরোয়া পদক্ষেপ’ নেওয়া থেকে বিরত থাকে। 

তিনি বলেন, আমি আশা করি যে, দক্ষিণ কোরিয়ার প্রশাসন দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেবে। বাইরের কারও প্ররোচনায় পড়ে স্বল্পমেয়াদী সুবিধার জন্য এহেন কাজ করবে না।

ইউক্রেনে চলমান যুদ্ধের কারণে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়ে চলেছে। এমন প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়া যদি ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে, তবে এটি রাশিয়ার দৃষ্টিতে গুরুতর পদক্ষেপ হিসেবে গণ্য হবে।

এ বিষয়ে রুদেনকোর এই সতর্কবার্তা এমন সময়ে এলো, যখন মস্কো ও সিউলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জটিল হয়ে উঠছে। রাশিয়ার এই প্রতিক্রিয়া কেবল সামরিক ক্ষেত্রেই নয়, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রেও প্রতিফলিত হতে পারে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

দক্ষিণ কোরিয়ার কাছে রাশিয়ার এই স্পষ্ট বার্তা উভয় দেশের মধ্যকার সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়। আন্তর্জাতিক মঞ্চে এই পরিস্থিতি কিভাবে প্রভাব ফেলবে তা নজরে রাখা জরুরি। সূত্র: তাস

ঘটনাপ্রবাহ: ইউক্রেন যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম